আসানসোল: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এই ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বাজি কারাখানার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি চলছে বাজার এলাকাতেও। এবার বাজি উদ্ধার হল আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত বার্ণপুরের রামবাঁধ এলাকায়।
সোমবার রাতে হিরাপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় একটি বাড়ির গুদামে হানা দেয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চলে। উদ্ধার হয় বিপুল পরিমাণ মজুত বাজি। পুলিশের দাবি, ওই বাড়িতে অবৈধভাবে বাজিপটকা মজুত করে রাখা হয়েছিল। অভিযান শেষে ১০ থেকে ১২টি ট্রাক্টরে করে বাজি বাজেয়াপ্ত করে পুলিশ নিয়ে যায়।
এত বাজি কোথা থেকে এল? কেনই বা এই এলাকায় মজুত করে রাখা হয়েছিল? এসব প্রশ্ন উঠতে থাকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। যে পরিমাণ বাজি উদ্ধার হয়েছে তার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।