Saturday, June 3, 2023
HomeBreaking Newsএশিয়া কাপ নিয়ে আরও কোনঠাসা পাকিস্তান, ভারতের পর সেদেশে খেলতে অস্বীকার বাংলাদেশ,...

এশিয়া কাপ নিয়ে আরও কোনঠাসা পাকিস্তান, ভারতের পর সেদেশে খেলতে অস্বীকার বাংলাদেশ, শ্রীলঙ্কা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতের পর এবার পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার বিপক্ষে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই দুই দেশই চাইছে না পাকিস্তানে আয়োজিত হোক এশিয়া কাপ। ফলে আরও কোণঠাসা হল পাকিস্তান।

‘ওয়ান ডে’ বিশ্বকাপের আগে এশিয়া কাপ আয়োজন করতে চায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। পাকিস্তানের পরিবর্তে নিজেদের দেশে প্রতিযোগিতা আয়োজন করতে আগ্রহী দু’দেশের ক্রিকেট বোর্ডই। ভারতীয় দলকে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না পাঠানোর সিদ্ধান্ত আগেই জানিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পাল্টা চাপ সৃষ্টি করলেও তাতে সুর নরম করেনি ভারত। পাক ক্রিকেট বোর্ড জানিয়েছিল, এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে না আসলে, পাকিস্তানও ভারতে আয়োজিত বিশ্বকাপ বয়কট করবে।

এই পরিস্থিতিতে এশিয়া কাপ নিয়ে বিকল্প প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুধু ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ কোনও দেশে আয়োজন করার কথা বলেছিল এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। সেই বিকল্প প্রস্তাবেও রাজি নয় বিসিসিআই। ভারত চায় পুরো প্রতিযোগিতাই  পাকিস্তানের বদলে অন্য কোনও দেশে হোক। এই সুযোগটাই নিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট শ্রীলঙ্কা।

পরিস্থিতির চাপে যথেষ্টই ব্যাকফুটে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ আয়োজনের কথা ভাবছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে তেমন প্রস্তাব দিতে পারে পিসিবি। বিসিসিআই সচিবই যেহেতু এসিসি-র সভাপতি। সেকারণে পাকিস্তানের বদলে নিজেদের দেশে প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।  সূত্রের খবর নরেন্দ্র মোদি সরকারও এশিয়া কাপ নিয়ে কড়া অবস্থান বজায় রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments