সোমবার, ১৭ মার্চ, ২০২৫

R G Kar Rape & Murder | সিবিআইকে দায় নিতে হবে, সন্দীপ-অভিজিতের জামিনের পর তীব্র ক্ষোভ জুনিয়ার ডাক্তারদের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ৯ আগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ (R G Kar Rape & Murder) করে খুন করা হয় তরুণী চিকিৎসককে। ভয়াবহ এই ঘটনার অভিঘাতে শিউরে ওঠে সারা দেশ, বিক্ষোভ ছড়িয়ে পড়ে পৃথিবীর কোনায় কোনায়। তদন্তে রাজ্য পুলিশের গাফিলতি ধরা পড়ায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।  কিন্তু সেই সিবিআইয়ের তদন্তেও বিশেষ কিছুই অগ্রগতি হল না। এখনও পর্যন্ত কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করেছিল সেই সঞ্জয়ের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছে সিবিআই (CBI)। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করলেও তাঁদের বিরুদ্ধে কোনও প্রমাণ যোগার করতে না পারায় ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারল না। ফলে জামিন পেয়ে গেলে দুজনেই। তবে সন্দীপ ঘোষ (Sandip Ghosh) যেহেতু দুর্নীতি মামলাতেও অভিযুক্ত, তাই তিনি এখন জেলে থাকবেন। তবে জেল মুক্তি ঘটবে টালা থানার তৎকালীন ওসির।

প্রথম থেকেই দোষীদের শাস্তির দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন রাজ্যের জুনিয়ার ডাক্তাররা। এদিন তাঁরা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, ‘সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ৯০ দিন পেরিয়ে যাওয়ার পরেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। তাই জামিন পেয়ে গেল ২ জন।  সিবিআই তদন্ত মানেই বিচার পেয়ে গিয়েছি তা নয়। ব্যর্থতার দায় সিবিআইকে নিতে হবে। কেন তারা ধর্ষণ ও খুন মামলায় চার্জশিট দিতে পারল না, তার জবাব দিতে হবে। সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত করেছে সিবিআই।’

এর প্রেক্ষিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার জন্য নাগরিক সমাজের কাছে আর্জিও জানিয়েছেন তাঁরা। জানা গেছে, আদালতের এই রায়ের পরই অতি দ্রুত জিবি মিটিংয়ে বসতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। শনিবারের মধ্যে তাঁদের পরবর্তী পদক্ষেপ জানাবেন তাঁরা। জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া-ও সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘শুধু আমাদের নয়, ব্যর্থতার জবাব অভয়া দিদি, তাঁর বাবা-মা, গোটা রাজ্যবাসীকে দিতে হবে। সিবিআইয়ের ঢিলেমির তীব্র বিরোধিতা করি।’ নাগরিক সমাজের কাছে জুনিয়ার চিকিৎসকদের অনুরোধ, কোনও মতেই রাজপথ ছাড়বেন না।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Virat Kohli | আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি-কেকেআর, প্রস্তুতি শুরু বিরাটের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)...

Yogi | দোলের দিন শান্তি বজায় রাখতে পারলেন না, অথচ ‘মৃত্যুকুম্ভ’ বলছেন! মমতাকে তীব্র কটাক্ষ যোগীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোল উৎসবকে (Dol Utsav) কেন্দ্র...

Army officer assaulted | গাড়ি না সরানোয় সেনা আধিকারিককে বেধড়ক মার, ভাঙল হাত, পাতিয়ালায় ১২ পুলিশ কর্মী সাসপেন্ড

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সেনা আধিকারিক ও তাঁর...

BJP | দিল্লির উদ্দেশে রওনা শুভেন্দু অধিকারীর! আচমকা কেন রাজধানীতে পাড়ি দিলেন বিরোধী দলনেতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গ বিজেপির (BJP) অধিনায়ক কে...