উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ স্নেহা(Sneha) একজন স্পেনের নাগরিক, কিন্তু তাঁর শেকড় যে জুড়ে রয়েছে ভারতের ভুবনেশ্বরে। আর সেই শেকড়ের সন্ধানেই সুদুর স্পেন থেকে সে ছুটে এসেছে এই ভুবনেশ্বরের মাটিতে, খুঁজতে এসেছে তাঁর জন্মদাত্রী মা কে, যেই মা আজ থেকে প্রায় ২০ বছর আগে স্নেহা এবং তাঁর ভাইকে ফেলে রেখে চলে যান অন্যত্র। সেই সময় স্নেহার বয়স ছিল মাত্র ১ বছর আর তাঁর ভাইয়ের বয়স তখন সবে কয়েক মাস। স্নেহা এবং তাঁর ভাইয়ের ঠাই হয় ভুবনেশ্বরের এক অনাথ আশ্রমে। আর ২০১০ সালে সেখান থেকেই স্নেহা এবং তাঁর ভাইকে দত্তক নেন স্প্যানিশ দম্পতি জেমা ভিডাল(Gema Vidal) এবং জুয়ান জোশ। স্নেহার জন্মদাত্রী মাকে খুঁজে পাওয়ার এই যাত্রায় পুরো সমর্থন রয়েছে তাঁদের। স্নেহার সঙ্গে এই যাত্রায় ভুবনেশ্বরেও এসেছেন জেমা।
বর্তমানে ২১ বছর বয়সি স্নেহা শিশুদের শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে রিসার্চের কাজে যুক্ত রয়েছেন। আর সেই কাজের দরুন তাঁকে শীঘ্রই আবার ফিরে যেতে হবে স্পেনে। তাই তিনি ঠিক করেছেন যদি সোমবারের মধ্যে নিজের জন্মদাত্রী বনলতা দাসকে(Banalata Das) খুঁজে বের করতে না পারেন তবে আবার মার্চে ফিরে আসবেন এখানে, হাতে আরও বেশি সময় নিয়ে।
এই প্রসঙ্গে স্নেহার বক্তব্য, “আমার স্পেন থেকে ভুবনেশ্বরে আসার উদ্দেশ্য, আমায় যারা জন্ম দিয়েছেন তাঁদের খুঁজে বের করা, বিশেষ করে আমার মাকে। আমি তাঁকে খুঁজে পেতে চাই,তাঁর সঙ্গে দেখা করতে চাই। যতই অসুবিধা হোক না কেন, আমি এই যাত্রার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছি।” তবে এতদিন পর মাকে খুঁজে পেলে তাঁর প্রতি কি রাগ দেখাবেন? এই প্রশ্নের উত্তরে কিন্তু নিশ্চুপ থেকেছেন স্নেহা।