ডিজিটাল ডেস্ক : আজকে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। কিন্তু প্রতিষ্ঠা দিবসেও রেহাই নেই অশান্তির হাত থেকে। বিগত কয়েক দিন যাবত কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলছে বিক্ষোভ। প্রসঙ্গত, বিক্ষোভকারীদের অভিযোগ অনলাইন পরীক্ষা হওয়ায় বর্তমানে পাসের হার বাড়লেও স্নাতকোত্তরের আসন কিন্তু বাড়ানো হচ্ছেনা। অন্যদিকে বিগত বেশ কয়েকদিন বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকার পর আজ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী হাজির হন। কিন্তু বিক্ষোভকারীরা তা টের পেয়ে কোনভাবে বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েন। সংশ্লিষ্ট বিষয়ে তাঁরা উপাচার্যের সঙ্গে কথা বলবেন বলে দাবি করেন। তবে বিক্ষোভকারীদের মধ্যে থেকে দু’জন প্রতিনিধিকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হলেও পুলিশ এসে বাকিদের জোরজবরদস্তি সেখান থেকে সরানোর চেষ্টা শুরু করে। আর সেখান থেকেই নতুন অশান্তি শুরু। পুলিশ এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে অবশ্য উপাচার্য নিজেও পুলিশের সাহায্য নিয়ে বেরিয়ে যান। আপাতত বিক্ষোভকারীদের দাবি নিয়ে এখনও পর্যন্ত কোন মতামত দেয়নি কলকাতা বিশ্ববিদ্যালয়।
রায়গঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার
রায়গঞ্জ: গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ফুল ব্যবসায়ী। শনিবার সকালে শোওয়ার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ।...
Read more