উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আন্দোলনে নেমেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৫ শিক্ষককে (SSC Job Deprived Teachers) ইতিমধ্যেই ডেকে পাঠিয়েছে বিধাননগর নর্থ থানা। এই পরিস্থিতিতে সোমবার দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমান বন্দরে দাঁড়িয়ে চাকরিহারাদের নিয়ে মুখ খুললেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee)। তাঁর কথায়, ‘যারা আন্দোলন করছেন তাঁদের আমি ছোট করে কখনও কথা বলবো না। শুধু বলবো আন্দোলনটা যেন হিংসাত্মক না হয়।’
এদিন চাকরিহারাদের আন্দোলনকে কার্যত সম্মান জানিয়ে অভিষেক বলেন, ‘আন্দোলন হবে অহিংসার পথে, গণতন্ত্রের পথে। গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন, আমরাও আন্দোলন করেছি। কিন্তু মনে রাখতে হবে, প্রতিবাদ প্রদর্শন করা মানেই হিংসাত্মক আচরণ নয়। আন্দোলন চলুক, তবে তাতে রাজনৈতিক রং না লাগতে দিয়ে প্রতিবাদ যেন গণতন্ত্রের পথে হয়। বিচারব্যবস্থার উপর তাঁর পূর্ণ বিশ্বাস রয়েছে। রাজ্যও রিভিউ পিটিশন দিয়েছে। একটা সুরাহার পথ নিশ্চয়ই বেরোবে।
এরপর তিনি আরও বলেন, ‘আমি কিছু ফুটেজ দেখেছি। গেট ভাঙার ভিডিও দেখেছি। চাকরিহারাদের এই আন্দোলনকে আমি ছোট করব না, সেই ধৃষ্টতা আমার নেই। কিন্তু আন্দোলন কখনও উগ্র হয় না, হিংস্র হয় না। আমরা একশো দিনের কাজ নিয়ে দিল্লিতে (Delhi) আন্দোলন করেছি। সাধারণ মানুষ তো ছেড়েই দিন, যাঁরা নির্বাচিত জনপ্রতিনিধি, এমনকি মহিলাদের চুলের মুঠি ধরে মারা হয়েছে। আমরা তো হিংসার পথে যাইনি। বরং পরের দিন রাজভবনের বাইরে ধর্নায় বসেছি। সবটাই শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পদ্ধতিতে। আমি চাইব, শিক্ষকরাও যেন অহিংসার পথে থেকে আন্দোলন করেন। আন্দোলনের অধিকার সকলের রয়েছে।’