ডিজিটাল ডেস্কঃ সামনের মাসে আসানসোল পুরনিগমের নির্বাচন। এই নির্বাচন নিয়ে জোরদার প্রচার শুরু হয়েছে আসানসোলে। আসানসোলে বিজেপির ভোট প্রচার করেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আর সেখান থেকেই তিনি রাখলেন সৌজন্যের নজির। শুক্রবার আসানসোল পুরনিগমের ৫৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে নিয়ে বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রচার চালাচ্ছিলেন যখন তখন একটি কুকুরকে দেখা যায়, যার গায়ে তৃণমূলের পতাকা বাঁধা। সৌজন্যের নজির দেখিয়ে অগ্নিমিত্রা পাল ওই পতাকাটি খুলে দেন এবং জানান, কোন একটি দলের দলীয় পতাকার অসম্মান হচ্ছে তাই তিনি খুলে দিয়েছেন। যদিও এই নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, বিজেপি প্রচারের জন্যই এ ধরনের কাজ করেছে ইচ্ছাকৃতভাবে। সব মিলিয়ে আসানসোল পুরনিগমের নির্বাচনের আগে এই ঘটনা ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ এবার ভয়াবহ অগ্নিকাণ্ড রানাঘাটের বাজারে