রাজ্য

Agnimitra Paul | বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিবস্ত্র করে মারধর! কোচবিহারে সিবিআই তদন্তের দাবি অগ্নিমিত্রা পালের

কোচবিহারঃ বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি মাথাভাঙ্গা ২ ব্লকের। নির্যাতিতার বাবা দীর্ঘদিনের বিজেপি কর্মী। নির্যাতিতা মেয়েটি নিজেও বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা কমিটির সদস্যা। নির্যাতিতার বাবার অভিযোগ, মেয়ে যখন ছাগল চড়াতে যায় সেই সময় তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারধর করেন কয়েকজন মহিলা। এমনকী তার গায়ের কাপড় খুলে তাকে উলঙ্গ করেও পেটানো হয়। গোটা ঘটনা জানিয়ে তিনি ঘোকসাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় নির্যাতিতার সঙ্গে দেখা করতে শনিবার দুপুরে কোচবিহারে আসেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

জানা গিয়েছে, শনিবার নির্যাতিতার সঙ্গে দেখা করতে কোচবিহার পৌঁছান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তাঁদের এদিন জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করবার কর্মসূচি ছিল। কিন্তু হঠাৎ করেই কোচবিহার পুলিশ লাইন চৌপথিতে পথ অবরোধ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। অবরোধে শামিল হন অগ্নিমিত্রা পল সহ প্রতিনিধি দলের সকলেই। আচমকা এই পথ অবরোধের ঘটনায় হতচকিত হয়ে পড়ে পুলিশ প্রশাসন। বেলা সাড়ে বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত অবরোধ চলে।  এরপর পুলিশ লাইনে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যায় ওই প্রতিনিধি দল। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা।

সম্প্রতি, বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটে মাথাভাঙ্গা ২ ব্লকের রুইডাঙ্গা এলাকায়। এই ঘটনায় নাম জড়ায় তৃণমূলের বিরুদ্ধে। বর্তমানে ওই বিজেপি নেত্রী কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এবিষয়ে ঘোকসাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, নির্যাতিতার বাবা দীর্ঘদিনের বিজেপি কর্মী। নির্যাতিতা মেয়েটি নিজেও বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা কমিটির সদস্যা। অভিযোগ, মেয়ে যখন ছাগল চড়াতে যায় সেই সময় তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারধর করেন কয়েকজন মহিলা। এমনকী তার গায়ের কাপড় খুলে তাকে উলঙ্গ করেও পেটানো হয়। গোটা ঘটনা জানিয়ে তিনি ঘোকসাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা মাথাভাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মনের সাফাই, এটা পারিবারিক বিবাদ। আর সেই ঘটনায় বিজেপি রাজনৈতিক রঙ লাগিয়ে বদনাম ছড়াতে চেষ্টা করছে।’ পুলিশ জানিয়েছে, এখানে কোন রাজনৈতিক বিবাদের অভিযোগ নেই।  লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Hina Khan | ‘শরীরে দাগ থাকবে, ভয় নয়’, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মাঝে বার্তা হিনার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি প্রকাশ্যে এসেছে স্তন ক্যানসারে (Breast cancer) আক্রান্ত হিনা খান (Hina…

9 mins ago

Wimbledon 2024 | শুরু হল উইম্বলডন, প্রথমদিন কোর্টে নামছেন আলকারাজ-আজারেঙ্কা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার থেকে শুরু হল ২০২৪ সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতা। প্রথমদিন লড়াইয়ে…

9 mins ago

Medha Patkar | ২৩ বছর আগে মানহানি, মেধাপাটেকরকে শাস্তি দল আদালত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মানহানি মামলায় ৫ মাসের কারাদণ্ডের সাজা দেওয়া হল সমাজকর্মী মেধা পাটেকরকে…

18 mins ago

বিদ্যালয় থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর দাবিতে বিক্ষোভ পড়ুয়া-অভিভাবকদের

রতুয়া: বিদ্যালয় থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর দাবিতে বিক্ষোভ পড়ুয়া এবং অভিভাবকদের। সোমবার রতুয়া হাই মাদ্রাসা…

21 mins ago

Biriyani | দোকানের মতো বিরিয়ানি বানাতে চান? মেনে চলুন ৫টি নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিরিয়ানি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন। মটন হোক…

25 mins ago

Alipurduar | আয়ুষ চিকিৎসায় আলো ছড়াচ্ছেন আলিপুরদুয়ারের উদয়

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: অসুস্থ হলে ছুটে যেতে হয় তাঁদের কাছেই। তারপরেও চিকিৎসকদের নিয়ে নানা ক্ষোভ,…

31 mins ago

This website uses cookies.