রাজ্য

বেহাল রাস্তার জমা জলে মাছ ধরলেন অগ্নিমিত্রা পাল, সংস্কারের দাবিতে পথ অবরোধ বিজেপির

আসানসোলঃ আসানসোলের জামুড়িয়ার বাজার এলাকা থেকে গুরুত্বপূর্ণ ১৯ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী রাস্তাটির দশা বেহাল। সামান্য বৃষ্টি হলেই কোথাও কোথাও এক হাঁটু পর্যন্ত জল জমে যাচ্ছে। বারবার বলেও রাস্তা মেরামত না হওয়ায় রবিবার জামুড়িয়ার বিজেপি কর্মীরা কুয়ো মোড় এলাকায় প্রায় দেড় ঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভে নেতৃত্ব দিতে এলাকায় পৌঁছে যান আসানসোল দক্ষিণ বিধান সভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। রাস্তায় জমে থাকা ঐ জলের মধ্যে গামছা ফেলে বিজেপি নেতা ও কর্মীরা মাছ ধরার মতো চেষ্টা করে দেখান। স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা বলেন, এই গুরুত্বপূর্ণ রাস্তাটি জামুরিয়া থেকে ১৯ নং জাতীয় সড়ককে যুক্ত করছে। বিক্ষোভকারীদের দাবি, খানাখন্দের বর্তমান অবস্থা এমনই হয়েছে যে রাস্তায় বেশ কয়েকটি অংশ ছোট ছোট জলাশয়ের আকার নিয়েছে।

গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি অবিলম্বে এই রাস্তা সংস্কারের দাবি তুলে বলেন, এই এলাকারই কয়েকশো মিটার দূরে রয়েছে জামুড়িয়া বিধায়কের কার্যালয়। আর এই এলাকাতেই রয়েছে আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যানের বাড়ি। তারপরেও রাস্তা মেরামত বা সংস্কার করা হয়নি। বিজেপি বিধায়কের আরও দাবি, দশ দিনের মধ্যে রাস্তাটি মেরামত না হলে আবারও বৃহত্তর আন্দোলন হবে। কটাক্ষের সুরে তিনি বলেন, এখানে জমে থাকা জল থেকে দুটি মাছ পাওয়া গেছে। বড় মাছটির নাম হরেরাম সিং (জামুড়িয়ার বিধায়ক), আর ছোট মাছটির নাম শত্রুঘ্ন সিনহা (আসানসোলের সাংসদ)। আসানসোলের সাংসদকে এলাকায় দেখা যায় না ও কাজও করেন না বলে তিনি আক্রমণ করেন। পুলিশ প্রশাসনের আশ্বাসে প্রায় দেড় ঘন্টা পরে বিজেপির এই বিক্ষোভ অবরোধ উঠে।

এদিনের বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং বলেন, আমরা অগ্নিমিত্রা পালের কথার কোনও ধর্তব্যের মধ্যেই আনিনা। সে নিজের এলাকাতেই কোন উন্নয়নের কাজ করে না। শুধু মাত্র বক্তৃতা দিয়েই চালিয়ে যায়। তার দাবি অগ্নিমিত্রা শুধুমাত্র প্রচারের আলোয় আসার জন্য ঐ সব করেন ও বলেন। বিধায়ক এদিন দাবি করে বলেন, ইতিমধ্যে এই অংশের দুটি রাস্তার বাজেট পাস হয়ে গেছে। একটি চাঁদা থেকে জামুড়িয়া। অপরটি রানিসায়ের থেকে জামুড়িয়া পর্যন্ত। দুটি রাস্তার টাকার অনুমোদন হয়েছে। এই রাস্তার কাজ পূজার আগেই পূর্ত দপ্তরের পক্ষ থেকে শুরু করা হবে। এইসব নিয়ে অযথা লোক দেখানো বিক্ষোভ আন্দোলন করছেন অগ্নিমিত্রা পাল। আর দলের সাংসদ গোটা জেলা ঘুরে বেড়াচ্ছেন ও উন্নয়নের সব কাজ করছেন।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Ebrahim Raisi | রাইসির মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্র! বিতর্কের মাঝেই মুখ খুলল ইজরায়েল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার চপার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইরানের (Iran) প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim…

5 mins ago

Abhijit Gangopadhyay | মুখ্যমন্ত্রী সম্পর্কে কুমন্তব্য! অভিজিতের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে কুমন্তব্য! তমলুকের বিজেপি প্রার্থী তথা…

11 mins ago

Srijan Bhattacharya | সুজন চক্রবর্তীর পর সৃজন ভট্টাচার্য! যাদবপুরের বাম প্রার্থীর প্রচারে ইটবৃষ্টি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য (CPIM Srijan Bhattacharya) প্রচারে হামলা। মঙ্গলবার…

22 mins ago

Teesta River | লোনাক বিপর্যয়ে পলি পড়ে তিস্তাগর্ভ দেড় মিটার উঁচু, বিপদের শঙ্কা

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: গত বছর সিকিম বিপর্যয়ে (Sikkim Disaster) সমতলে তিস্তাগর্ভ দেড় মিটার উঁচু হয়েছে।…

32 mins ago

Indian railways | বিনা টিকিটের যাত্রী ধরতে বিশেষ পরিকল্পনা উত্তর-পূর্ব সীমান্ত রেলের

শিলিগুড়ি: বিনা টিকিটের যাত্রী ধরতে বিশেষ পরিকল্পনা নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। এবার থেকে চলন্ত ট্রেনের…

1 hour ago

Traders Protest | পুনর্বাসনের দাবিতে অবস্থান বিক্ষোভে ব্যবসায়ীরা

ফালাকাটা: বন্ধ থাকা ফালাকাটা-সলসলাবাড়ি নির্মীয়মাণ মহাসড়কের কাজ ভোটের পরেই শুরু হতে পারে। কিন্তু দীর্ঘদিন ধরে…

1 hour ago

This website uses cookies.