আহমেদাবাদ: ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও সততা ও মানবতার বেনজির দৃষ্টান্ত রাখলেন সামান্য একজন ব্যবসায়ী। তাঁর নাম রাজু প্যাটেল। গত সপ্তাহে আহমেদাবাদে একটি আবাসিক হস্টেলের ওপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট (এআই-১৭১) (Ahmedabad Plane Crash)। দুর্ঘটনায় প্রাণ হারান বিমানে থাকা ২৪১ জন যাত্রী ও ক্রু সদস্য সহ মোট ২৭৯ জন।
এই ভয়াবহ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রথম সাড়া দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মধ্যে ছিলেন ৫৬ বছর বয়সি স্থানীয় ব্যবসায়ী রাজু প্যাটেল। ১২ জুন দুর্ঘটনার মাত্র ১৫ মিনিটের মধ্যে তিনি পৌঁছে যান ঘটনাস্থলের কাছে বিজে মেডিকেল কলেজে। আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন এলাকায় রাজু ও অন্যান্য স্বেচ্ছাসেবীরা আহতদের কাপড় ও চাটাইয়ে করে তুলে নিয়ে যেতে থাকেন অ্যাম্বুল্যান্সে।
রাজু বলেন, ‘চারপাশে ধোঁয়া, আগুন আর আর্তনাদের মাঝে আমরা নিথর দেহগুলি উদ্ধার করতে থাকি। অনেক দেহ এতটাই পুড়ে গিয়েছিল যে চিনে ওঠা সম্ভব ছিল না।’
এরপর যখন দমকলকর্মীরা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন, রাজু শুরু করেন ধ্বংসস্তূপে অনুসন্ধান। প্রায় তিন ঘণ্টা পর, যেখানে বিমানের ইঞ্জিনটি পড়েছিল সেই অতুল্যম বিল্ডিংয়ের কাছে কিছু ধ্বংসাবশেষ সরিয়ে কয়েকটি ব্যাগ উদ্ধার করেন রাজু। সেই ব্যাগ খুলতেই তাঁর হাতে আসে মোটা নগদ টাকা, গয়না ও কিছু গুরুত্বপূর্ণ নথি। তাঁর কথায়, ‘গুনে দেখলাম প্রায় ৬০,০০০ নগদ টাকা রয়েছে একটি ব্যাগে। এছাড়া বিদেশি মুদ্রা, গয়না যেমন হার, বালা, মঙ্গলসূত্র, আংটি ও রুপোর জিনিস, ল্যাপটপ ও অন্যান্য কাগজত্র।’ বিন্দুমাত্র কালক্ষেপ না করে তিনি সেগুলি সোজা তুলে দেন পুলিশের হাতে।
গুজরাটের (Gujarat) স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি জানান, ‘উদ্ধার হওয়া সমস্ত জিনিসপত্র নথিভুক্ত করা হচ্ছে। পরে তা নিহতদের পরিবারকে ফেরত দেওয়া হবে।’