খেলাধুলা

AIFF sack Igor Stimac | ছাঁটাই ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাক

কলকাতা: অবশেষে ছাঁটাই হয়ে গেলেন জাতীয় দলের হেড কোচ ইগর স্টিমাক। কাতারের বিরুদ্ধে গত ১১ জুন বিতর্কিত গোলে হারের পরই বিশ্বকাপ যোগ্যতার্জন পর্ব থেকে ছিটকে যায় ভারত। তারপর থেকেই সম্ভাবনা তৈরি হয়। আলোচনায় বসে টেকনিক্যাল কমিটি। শুধুমাত্র সময়ের অপেক্ষাই ছিল স্টিমাকের অপসারন। টেকনিক্যাল কমিটি আলোচনায় পর যদিও জানায়, স্টিমাক ছুটি কাটিয়ে ফিরলে তাঁর সঙ্গে কথা বলেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু শেষপর্যন্ত সেই অপেক্ষা আর করলেন না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের শীর্ষস্থানীয় কর্তারা। রবিবার রাতে ভার্চুয়াল সভায় নিজেদের মধ্যে আলোচনা সেরে নেন তাঁরা। সেখানেই সিদ্ধান্ত হয়, এই কোচের থেকে বাড়তি কিছু পাওয়ার আশা নেই। স্টিমাককে সরিয়ে নতুন কোচ আনা হোক। সোমবার সরকারিভাবে ফেডারেশনের তরফে স্টিমাককে অপসারিত করার খবর জানানো হয়। এক বিবৃতিতে বলা হয়েছে, ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে সিনিয়র জাতীয় দলের অত্যন্ত হতাশাজনক ফলের পর কোচকে সরানোই ঠিক হবে। সভা থেকে কার্যনির্বাহী মহাসচিব এম সত্যনারায়ণকে স্টিমাকের অপসারণের সিদ্ধান্তকে নিশ্চিত করতে বলা হয়। ক্রোট বিশ্বকাপারকেও একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের কথা।

২০১৯ সালে এএফসি এশিয়ান কাপের পর দায়িত্ব নেন স্টিমাক। তাঁর সময়কালে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে তোলা, ইন্টারকন্টিনেন্টাল কাপ, সাফ কাপ বা ত্রিদেশীয় কাপের মত কিছু ট্রফি পাওয়া ছাড়াও বিক্ষিপ্তভাবে কয়েকটা ভালো ম্যাচ জিতলেও গত এশিয়ান কাপ থেকে বিশ্বকাপ বাছাইপর্বের শেষদিকের ফল অত্যন্ত হতাশাজনক। বিশেষকরে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে হারের পর কুয়েতের বিরুদ্ধেও না জিততে পারায় একসময়ে তাঁর পাশে থাকা সমর্থকরাও বিরক্তি প্রকাশ করতে শুরু করেন। তিনি নিজেও একটা সময়ে বলেন, ‘ভারতকে বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে না তুলতে পারলে আমি নিজেই পদত্যাগ করব।’ যদিও কাতারের বিরুদ্ধে হারের পর তেমনকিছু তিনি করেননি। ফলে তাঁকে সরানোর কাজটা ফেডারেশন কর্তারা নিজেদের হাতেই তুলে নিলেন।

স্টিমাকের সঙ্গে এমনিতেই শুরু থেকে চুক্তিসংক্রান্ত বিষয় নিয়েই দূরত্ব ছিল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের। একটা সময়ে দুজনের বাক্যালাপও বন্ধ হয়ে যায়। তবে আর্থিক সমস্যার জন্যই তাঁকে তাড়ানো সহজ ছিল না বলে মনে করা হচ্ছিল। কিন্তু আপাতত ভারতের সামনে কিছু ফিফা ফ্রেন্ডলি ছাড়া গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট কিছু নেই বলেই আর দেরি না করে তাঁকে বিতাড়িত করা হল। আগামী মার্চে ভারতকে খেলতে হবে এশিয়ান কাপের বাছাপর্বের তৃতীয় রাউন্ড। আপাতত ভারতীয় কোচ দিয়েই চালানোর পরিকল্পনা ফেডারেশনের। কোচ হিসাবে এগিয়ে আছেন স্টিমাকের সঙ্গে এই দলটাকে নিয়ে কাজ করা মহেশ গাউলি। এছাড়াও ভাবনার মধ্যে আছেন রেনেডি সিং ও খালিদ জামিলও।

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

CBI | কয়লা পাচার মামলায় ফের তৎপর সিবিআই, গ্রেপ্তার ইসিএলের প্রাক্তন কর্তা সহ দুই কয়লা ব্যবসায়ী

আসানসোল: কয়লা পাচার মামলায় ফের কোমর বেঁধে নেমেছে সিবিআই। বলতে গেলে লোকসভা নির্বাচন মিটতেই সক্রিয়…

16 mins ago

Maoist leader | পিএইচডি করতে চান জেলবন্দি মাওবাদী নেতা, ইন্টারভিউ দিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পিএইচডি (PhD) করতে চান জেলবন্দি এক শীর্ষ মাওবাদী নেতা (Maoist leader)…

51 mins ago

TMC Leader Arrested | জমি দখলের বিরুদ্ধে অ্যাকশন শুরু! গ্রেপ্তার ডাবগ্রাম-ফুলবাড়ির দাপুটে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক

শিলিগুড়ি: ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার দাপুটে তৃণমূল (Tmc) নেতা তথা দলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে…

57 mins ago

Naxalbari | বিলাসবহুল গাড়িতে পাচারের চেষ্টা, উদ্ধার প্রচুর সুপারি, গ্রেপ্তার দুই ভাই

নকশালবাড়িঃ মঙ্গলবার রাতে নকশালবাড়ি সাতভাইয়া এলাকায় পুলিসের অভিযানে উদ্ধার হল প্রচুর সুপারি। সুপারি পাচারের অভিযোগে…

59 mins ago

Sudipa Chatterjee | কুকিং শোয়ে গোমাংস বিতর্ক! চূড়ান্ত আক্রমণের শিকার সুদীপা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কুকিং শোয়ে গোমাংস রান্না নিয়ে চরম কটাক্ষের শিকার হলেন টলিপাড়ার জনপ্রিয়…

1 hour ago

Balurghat | ক্রেতা সুরক্ষা দপ্তরের অভিযান বালুরঘাটে, নিম্নমানের খাবার রাখায় সতর্ক করলেন আধিকারিকরা

বালুরঘাটঃ বালুরঘাটের বিভিন্ন খাবারের দোকানে আচমকা হানা ক্রেতা সুরক্ষা দপ্তরের। বুধবার দুপুরে শহরের বিভিন্ন রেস্তোরাঁ,…

2 hours ago

This website uses cookies.