উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার রহস্য উন্মোচনে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হবে ব্ল্যাক বক্স। একটি সর্ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১-এর ব্ল্যাক বক্সটি তথ্য পুনরুদ্ধারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। কারণ ক্ষতিগ্রস্ত ব্ল্যাক বক্স থেকে তথ্য সংগ্রহ করা ভারতে সম্ভব নয়। দুর্ঘটনার সময় তাপমাত্রা প্রায় ১,০০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। যার ফলে ব্ল্যাকবক্সের ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) বিশ্লেষণের জন্য ওয়াশিংটনের ন্যাশনাল সেফটি ট্রান্সপোর্ট বোর্ড (NTSB)-এর পরীক্ষাগারে পাঠানো হবে।
গত সপ্তাহে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়ে। ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের হস্টেল ভবনে তা ভেঙে পড়ে। দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার দুই দিন পরে ককপিট ভয়েস রেকর্ডার (CVR) এবং ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) উদ্ধার হয়। সিভিআর এবং এফডিআর সম্মিলিতভাবে ব্ল্যাক বক্স নামে পরিচিত।