লন্ডন: আরজি কর কাণ্ডে গোটা দেশ যখন উত্তাল, তখনই সামনে এল আরও এক মহিলা হেনস্তার খবর। অভিযোগ, শারীরিক হেনস্তার শিকার হয়েছেন এয়ার ইন্ডিয়ার (Air India) এক বিমানসেবিকা (Cabin crew member)। এদেশে অবশ্য নয়। লন্ডনের (London) হিথরোর এক হোটেলে তাঁর ওপর শারীরিক নিগ্রহ চালিয়েছে এক বিদেশি নাগরিক। ঘটনাটি ১৫ অগাস্টের গভীর রাতে। সেদিন রাত দেড়টা নাগাদ বিমানসেবিকা যখন হোটেলের ঘরে ঘুমোচ্ছিলেন, সেইসময় এক অনুপ্রবেশকারী তাঁর ঘরে ঢুকে হামলা চালায়। হ্যাঙার দিয়ে মহিলাকে মারধর করে। এয়ার ইন্ডিয়া সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কর্মীর ঘরে বেআইনি অনুপ্রবেশ সম্পর্কে বিবৃতি দিয়ে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ঘটনার মোকাবিলায় তাৎক্ষণিক সাহায্যের পাশাপাশি আতঙ্ক কাটিয়ে উঠতে বিমানসেবিকাকে পেশাগত কাউন্সেলিংয়ের সহায়তাও দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলেছেন, ‘একটি আন্তর্জাতিক মানের হোটেলে বেআইনি অনুপ্রবেশ বিমানকর্মীদের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আমরা উদ্বিগ্ন। আমরা গভীরভাবে মর্মাহত।’ অভিযুক্ত অনুপ্রবেশকারী নাইজিরিয়ার নাগরিক। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। লন্ডন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Air India | এয়ার ইন্ডিয়ার বিমানসেবিকাকে হোটেলে মারধর
শেষ আপডেট: