Flights Cancelled | যাত্রীসুরক্ষাকে অগ্রাধিকার! মঙ্গলেও একাধিক বিমানবন্দরে উড়ান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়া-ইন্ডিগোর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘর্ষবিরতির পর সোমবারই দেশের ৩২টি বিমানবন্দর চালু করার ঘোষণা করা হয়েছিল কেন্দ্রের তরফে। তবে যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখে মঙ্গলবারও শ্রীনগর, জম্মু, অমৃতসর, চণ্ডীগড় সহ আরও কয়েকটি সীমান্তবর্তী শহরের বিমানবন্দরে উড়ান পরিষেবা বাতিলের (Flights Cancelled) কথা ঘোষণা করল এয়ার ইন্ডিয়া (Air India) ও ইন্ডিগো (IndiGo)।

এদিন এয়ার ইন্ডিয়ার তরফে এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে, ‘সর্বশেষ ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এবং যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ১৩ মে, মঙ্গলবার জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোটে বিমান ওঠানামা বাতিল করা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং পরবর্তী আপডেট আপনাদের জানানো হবে।’

একইভাবে ইন্ডিগোর তরফেও ‘যাত্রীসুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার’ হিসেবে বিবেচনা করে জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর, রাজকোট বিমানবন্দরে উড়ান পরিষেবা বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে। সংস্থার তরফে এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে, ‘আমরা বুঝতে পারছি যে এই সিদ্ধান্ত আপনাদের ভ্রমণ পরিকল্পনাকে ব্যাহত করবে। কিন্তু এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। কর্তৃপক্ষ সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আপনাদের পরবর্তী আপডেট সম্পর্কে অবিলম্বে জানানো হবে।’

প্রসঙ্গত, ভারত-পাক সংঘাতের আবহে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে গত ৯ মে ৩২টি বিমানবন্দর বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয়েছিল, আগামী ১৫ মে পর্যন্ত উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দরের পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। কিন্তু শনিবার বিকেল ৫টা থেকে ভারত-পাক সংঘর্ষবিরতি কার্যকর হয়। ফলে পরিস্থিতি স্বাভাবিকের পথে থাকায় নির্ধারিত সময়ের আগে সোমবারই খুলে দেওয়া হয় ৩২টি বিমানবন্দর। তবে মঙ্গলবারও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ রাখল দুই উড়ান সংস্থা।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Ayatollah Ali Khamenei | খামেনেইকে হত্যা করতে চেয়েছিল ইজরায়েল! আটকে দেন ট্রাম্প?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তিতে...

Iran-Israel Conflict | ইরানে মৃত ২২৪, ইজরায়েলে ১৪! মধ্যপ্রাচ্যে ক্রমশই বাড়ছে যুদ্ধের বীভৎসতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার ইজরায়েলের (Israel) হামলা শুরুর...

Iran-Israel Conflict | চতুর্থ দিনে পা রাখল সংঘাত! ইরানে হামলার পেছনে কী লক্ষ্য ইজরায়েলের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ...

Ahmedabad Plane Crash | ঝলসে যাওয়া ৪৭ টি দেহ শনাক্ত ডিএনএ পরীক্ষায়, অপেক্ষায় প্রহর গুনছে বাকিদের পরিবার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আগুনে ঝলসে...