উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছবি মুক্তির জন্য জাতীয় ছুটির দিন নির্মাতাদের খুব পছন্দ কারণ এতে ছবির ব্যবসা ভালো হয়। এই কারণেই অজয় দেবগণ(Ajay Devgn) অভিনীত ও রোহিত শেট্টি পরিচালিত সিংহম এগেইন এবং কার্তিক আরিয়ান(Kartik Aryan) অভিনীত ও আনিস বাজমি পরিচালিত ভুলভুলাইয়া ৩-এর মুক্তি দিওয়ালির দিন হত। কিন্তু বড় মাপের ছবি একই দিনে মুক্তি পেলে কোনও একটি বক্স অফিসে ধাক্কা খায়। স্ত্রী ২ আর খেল খেল মে-র ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে।
স্ত্রী ২ বক্স অফিসে দৌড়োচ্ছে, কিন্তু অক্ষয় কুমারের খেল খেল মে পারেনি। সেই ঘটনার পুনরাবৃত্তি আটকাতে সিংহম এগেইন পিছিয়ে যাচ্ছে, মুক্তি হবে গান্ধি জয়ন্তীতে। আবার অক্ষয় কুমার, সারা আলি খান ও বীর পাহাড়িয়া অভিনীত স্কাই ফোর্স-এর মুক্তির কথা ছিল গান্ধি জয়ন্তীতে। সেটি আর হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে এই ছবির মুক্তির দিন। ফলে সিংহম এগেইন কোনও প্রতিয়োগিতার মুখে পড়ছে না, একাই লড়বে বক্স অফিসে। অন্যদিকে, ভুলভুলাইয়া ৩ কোনও প্রতিযোগিতা ছাড়া ব্যবসার টাকা ঘরে তুলতে পারবে কারণ এটি ছাড়া আর কোনও ছবি আসছে না।