Tuesday, April 23, 2024
Homeজাতীয়'অখণ্ড ভারত' মুরাল চিত্র নিয়ে সরব বিরোধীরা, ক্ষুব্ধ নেপাল-পাকিস্তানও  

‘অখণ্ড ভারত’ মুরাল চিত্র নিয়ে সরব বিরোধীরা, ক্ষুব্ধ নেপাল-পাকিস্তানও  

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লিঃ নয়া সংসদ ভবনে স্থাপিত মোদি সরকারের ‘অখণ্ড ভারত’ মুরাল চিত্র নিয়ে ক্রমে উত্তাপ ছড়াচ্ছে। বিদেশ মন্ত্রকের তরফে এদিন এ নিয়েও মুচলেকা দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, ‘অখন্ড ভারতের’ এই মানচিত্র দেখে একদিকে বিরোধীরাও যেমন রে রে করে তেড়ে এসেছে, ঠিক তেমনই ভারতকে সরাসরি টার্গেট করেছে নেপাল ও পাকিস্তান।

বিরোধীদের দাবি, আসলে মানচিত্রটি হল আরএসএসের ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর এজেন্ডা। এদিকে বিতর্কিত মানচিত্র নিয়ে তোপ দেগেছে নেপাল। মানচিত্রে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী ও কপিলাবস্তুকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। নেপাল মারাত্মক ক্ষুব্ধ ঠিক এখানেই। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও বাবুরাম ভট্টরাই রীতিমত হুঁশিয়ারি দিচ্ছেন। ভারতের এমন পদক্ষেপে এবার নেপালের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ছে।

অন্যদিকে রাগে ফুঁসে উঠেছে পাকিস্তানও। পাকিস্তানের বিস্তীর্ণ অংশ সেখানে ভারতের অংশভূত। ইসলামাবাদে এই নিয়ে প্রতিবাদও হয়েছে। পাক সরকারের বিভিন্ন প্রতিনিধি ছুঁড়ে দিচ্ছেন হুঁশিয়ারি। তবে এ বিষয়ে ঐতিহাসিক মহলের দাবি, এটা এখনকার কোন পরিকল্পনা নয়। আসলে সংসদ ভবনে থাকা এই মানচিত্র সম্রাট অশোকের রাজত্বকালে ভারতের মানচিত্র। শুক্রবার সেই তত্ত্বই শোনা গেল বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কণ্ঠে।

মুখপাত্র অরিন্দম বাগচি এদিন জানিয়েছেন, ‘সম্রাট অশোকের শাসনাধীন ভারতবর্ষের চিত্র এটি। এর উপর পালি ও খরোষ্ঠী ভাষায় লেখা সুশাসন কী ভাবে সম্ভব! এ নিয়ে অযথা বিতর্ক হওয়া উচিত নয়।’ তিনি এও বলেন, পাকিস্তানে এ নিয়ে কোথায় কী প্রতিবাদ হচ্ছে তা কেন্দ্র সরকারের অজ্ঞাত, তবে এ মুহূর্তে ভারত সফরে আসা নেপাল প্রধানমন্ত্রী পুস্পকমল দহল ‘প্রচন্ডে’র সঙ্গে এ নিয়ে ভারত সরকারের কোনো আলোচনা হয়নি। উল্লেখ্য, আরএসএসের ‘অখণ্ড ভারত’ এবং সনাতন ধর্মগুরুদের ‘হিন্দু রাষ্ট্র’ তথা সেই রাষ্ট্রের প্রস্তাবিত নতুন সংবিধান, খসড়া, মুসলমান ও খ্রিষ্টানদের ভোটাধিকার না থাকার মতো বিষয়ে ক্ষমতাসীন বিজেপির শীর্ষনেতারা আশ্চর্যজনকভাবে নীরব। কেন্দ্রীয় বা রাজ্য পর্যায়ের কোনো নেতাই মোহন ভাগবত বা প্রহ্লাদ জোশির বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করেননি। হায়দরাবাদের আইমিম নেতা ও সাংসদ আসাউদ্দিন ওয়েইসি অবশ্য টিপ্পনী কেটে বলেছেন, ‘আগে চীন ও পাকিস্তানের কবজা থেকে জমি উদ্ধার করে দেখাক সরকার, তার পর না হয় অখণ্ড ভারতের কথা ভাবা যাবে।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Arvind Kejriwal | কেজরির জামিনের আবেদন খারিজ, ১৪ দিনের জেল হেপাজত দিল্লির মুখ্যমন্ত্রীর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আবারও বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেল হেপাজতের মেয়াদ। আগামী ১৪ দিন আপ সুপ্রিমোকে থাকতে হবে দিল্লির তিহাড় জেলেই। মঙ্গলবার...

SSC | চাকরি হারিয়ে স্বপ্ন ভেঙে চুরমার ওঁদের

0
প্রণব সূত্রধর ও রাজু সাহা, আলিপুরদুয়ার: ছাত্র তৈরির স্বপ্ন নিয়ে কেউ একাধিক চাকরি ছেড়ে বেছে নিয়েছিলেন হাইস্কুলের চাকরি। কেউ বা আবার সরকারি চাকরি পেয়ে...

Chalsa | তৃণমূল না করায় মেলে না পানীয় জল, অভিযোগ চালসার গ্রামে

0
চালসা: তৃণমূল না করায় পানীয় জল সরবরাহ বন্ধের অভিযোগ উঠল চালসার মঙ্গলবাড়ি এলাকার আদিবাসী মহল্লায়। স্থানীয়দের অভিযোগ, এলাকার বেশিরভাগ বাসিন্দা সিপিএম ও বিজেপি করায়...

Rahul Roy | কেরিয়ারের নতুন অধ্যায়! বাংলা ছবিতে পদার্পণ ‘আশিকি’ খ্যাত রাহুল রায়ের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১৯৯০ সালে ‘আশিকি’ ছবির মাধ্যমে বলিউডে (Bollywood) পদার্পণ করেছিলেন রাহুল রায় (Rahul Roy)। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন তিনি। মহেশ ভাট...

Cooch Behar Panchanan Barma University | স্থায়ী উপাচার্য না থাকায় পিবিইউতে সমাবর্তনের অনুমতি দিল...

0
দেবদর্শন চন্দ, কোচবিহার: বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। তাই সমাবর্তন বৈধ নয়। এই কারণ দেখিয়ে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়কে (Cooch Behar Panchanan Barma University) সমাবর্তনের...

Most Popular