উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি এক সভায় মহাত্মা গান্ধির তিন বাঁদরের প্রসঙ্গ টেনেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি ‘আপ্পু, পাপ্পু এবং টাপ্পু’র (Appu, Pappu and Tappu) সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi), আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav) তুলনা করেছিলেন। এবার যোগীর সেই মন্তব্যের পালটা জবাব দিলেন অখিলেশ। কড়া আক্রমণ শানিয়ে তিনি দাবি করেন, যোগী আদিত্যনাথ একদল বাঁদরের সঙ্গে বসে থাকলে, কেউ তাঁকে চিনতে পারবে না।
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটপ্রচারের জন্য বিহারে এসেছিলেন সপা প্রধান অখিলেশ যাদব। সেখান থেকেই নাম না নিয়ে যোগীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিজেপি গান্ধিজির তিন বাঁদরের কথা মনে করাচ্ছে কারণ তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে মানুষের মনকে সরিয়ে রাখতে চাইছে। কিন্তু সত্যিটা হল, যদি তাঁকে বাঁদরের দলের মধ্যে বসানো হয়, তাহলে আপনি বা আমি তাঁকে চিনতে পারব না।’ এখানে যোগীর নাম না নিলেও অখিলেশ কটাক্ষ যে তাঁকেই করেছেন, তা কার্যত স্পষ্ট।
গত সোমবার দ্বারভাঙার কেওটিতে বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনি প্রচারে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেখান থেকেই বিরোধীদের তোপ দেগে তিনি বলেছিলেন, ‘আপনারা নিশ্চয়ই গান্ধিজির তিন বাঁদরের সম্পর্কে জানেন, যারা মন্দ কথা বলে না, শোনে না এবং দেখেও না। কিন্তু এখানে তিনটি বাঁদর আছে আপ্পু, পাপ্পু এবং টাপ্পু (অখিলেশ, রাহুল এবং তেজস্বী), যারা বিহারের জনগণের কাছে মিথ্যা বলতে চায় এবং এখানে জঙ্গলরাজ ফিরিয়ে আনতে চায়।’ যোগী এও দাবি করেন যে, বিহারে আরজেডির আমলে খুন, লুটপাট এবং হিংসা ছিল সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু বর্তমানে নীতিশ কুমারের অধীনে বিহারে উন্নতি হয়েছে। এনডিএ সরকার আগামী বছরগুলিতেও উন্নয়নের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে। তাই বিহারবাসীর কাছে ফের এনডিএকেই সমর্থনের আর্জি জানিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, বিহারে প্রথম দফার ভোটগ্রহণ রয়েছে আগামীকাল অর্থাৎ ৬ নভেম্বর। দ্বিতীয় দফার ভোটগ্রহণ রয়েছে আগামী ১১ নভেম্বর। ফলাফল ঘোষণা করা হবে আগামী ১৪ নভেম্বর। ভোটের ময়দানে এবার লড়বে জেডিইউ, বিজেপি, চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি এবং জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা নিয়ে গঠিত বর্তমান এনডিএ। অপর পক্ষে রয়েছে আরজেডি, কংগ্রেস, বাম এবং মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টির মহাগঠবন্ধন।

