Friday, June 21, 2024
HomeবিনোদনAlia Bhatt | ‘মন ভেঙে গিয়েছে’, কাশ্মীরে পুণ্যার্থী বোঝাই বাসে জঙ্গি হামলার...

Alia Bhatt | ‘মন ভেঙে গিয়েছে’, কাশ্মীরে পুণ্যার্থী বোঝাই বাসে জঙ্গি হামলার নিন্দায় আলিয়া ভাট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) পুণ্যার্থীবোঝাই বাসে জঙ্গি হামলার (Terrorist Attack) নিন্দায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। ইনস্টাগ্রামে আলিয়া লিখেছেন, ‘এই ঘটনায় তাঁর মন ভেঙে গিয়েছে। মৃত এবং তাঁদের পরিবারের প্রতি আমার হৃদয় থেকে সহানুভূতি জানাচ্ছি। নিরীহ মানুষের উপর হিংসা আমাদের সকলকে নাড়িয়ে দেয়।‘ গোটা দেশের সঙ্গে বলিউডও এই ঘটনায় গর্জে উঠেছে। এর আগে প্রিয়াঙ্কা চোপড়াও কঠোর ভাষায় জঙ্গি হামলার নিন্দা করেছেন।

প্রসঙ্গত, রবিবার বৈষ্ণোদেবী যাওয়ার পথে পুণ্যার্থীবোঝাই বাসে আচমকা গুলি চালায় জঙ্গিরা। গুলির হাত থেকে বাঁচতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের আহত অন্তত ৩৩। পুণ্যার্থীবোঝাই গাড়িটিকে লক্ষ্য করে ৩০ থেকে ৩৫ রাউন্ড গুলি চালিয়েছে জঙ্গিরা। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। এই জঙ্গি সংগঠনটি লস্কর-ই-তোইবার ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। হামলাকারী ৩ জন পাকিস্তানি জঙ্গি ছিল। তারা মার্কিন এম৪ রাইফেল থেকে গুলিবৃষ্টি করেছে।

জানা গিয়েছে, বাসযাত্রীদের অধিকাংশই উত্তরপ্রদেশ ও রাজস্থানের বাসিন্দা। তবে বাসের চালক ও কন্ডাক্টর রিয়াসির স্থানীয়। জখম পুণ্যার্থীরা জানিয়েছেন, বাসটি খাদে পড়ে যাওয়ার পরেও জঙ্গিরা গুলি চালাতে থাকে। যাতে কেউ বেঁচে না থাকে। বেঁচে যাওয়াদের কেউ কেউ মরার ভান করে পড়ে থাকেন।

এদিকে, জম্মু-কাশ্মীরের রিয়াসি এলাকায় জঙ্গিদের খোঁজে মঙ্গলবারও তল্লাশি জারি রয়েছে। সূত্রের খবর, এই দলটি গত ৪ মে পুঞ্চে ভারতীয় বিমানবাহিনীর কনভয়ে হামলায় জড়িত বলে সন্দেহ। ওই ঘটনায় একজন কর্পোরেল নিহত ও পাঁচজন জখম হয়েছিলেন। এক অফিসার বলেন, হামলার ধরন প্রায় একইরকম। তবে রবিবার বিকেলের ওই ঘটনার পর তিনদিন কেটে গেলেও এখনও জঙ্গিদের খোঁজ মেলেনি।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Weather Report | উত্তরে এক নাগারে বৃষ্টি, দক্ষিণে প্রবেশ বর্ষার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত। তিনটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২৬ জুন...

International Yoga Day | ‘বিশ্বে নতুন অর্থনীতির জন্ম দিয়েছে যোগাসন’, যোগ দিবসে কাশ্মীরে বার্তা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ বিশ্বে নতুন অর্থনীতির জন্ম দিয়েছে যোগাসন। শুক্রবার সকালে কাশ্মীরের শ্রীনগরে (Srinagar) ডাল লেকের ধারে শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে যোগ...

Python Rescued | মুরগি খেতে এসে ধরা পড়ল অজগর

0
চালসা: খাবারের লোভে মুরগি খেতে এসে ধরা পড়ল একটি অজগর। শুক্রবার ভোরে চালসা ডিইসি পাড়ার লুৎফর রহমানের বাড়িতে মুরগি সাবার করতে এসেছিল অজগরটি। ওই...

Teesta River | তিস্তার ভয়ে নিরাপদ আশ্রয়ে মেল্লিবস্তি

0
সানি সরকার, শিলিগুড়ি: ১০ নম্বর জাতীয় জাতীয় সড়কের পদে পদে তো বিপদ রয়েইছে, নতুন করে ভয় ধরাচ্ছে তিস্তা (Teesta River)। ইতিমধ্যে নিজ উদ্যোগে নিরাপদ...

Train Accident | দুর্ঘটনার নেপথ্যে গাফিলতির তত্ত্বও, প্রশ্নে রেলের প্রশিক্ষণ

0
রাহুল মজুমদার, শিলিগুড়ি: সিগন্যালিং ব্যবস্থা নিয়ে রেলকর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ না হওয়ার জন্যই কি দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express)? তাই কি দায় এড়াতে...

Most Popular