Sunday, June 30, 2024
HomeExclusiveAlipurduar Hospital | ইএনটি চিকিৎসায় রাজ্যসেরা আলিপুরদুয়ার জেলা হাসপাতাল

Alipurduar Hospital | ইএনটি চিকিৎসায় রাজ্যসেরা আলিপুরদুয়ার জেলা হাসপাতাল

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: আলাদা অপারেশন থিয়েটার নেই। প্রয়োজন উন্নত অনেক যন্ত্রাংশেরও। কিন্তু সেসব সমস্যাকে পেছনে ফেলে নাক, কান ও গলার রোগীদের অপারেশন ও চিকিৎসা পরিষেবায় রাজ্যসেরা হিসেবে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের (Alipurduar Hospital) নাম উঠে এসেছে। মঙ্গলবার রাজ্যের জেলা হাসপাতালগুলির সুপারদের নিয়ে স্বাস্থ্য ভবনে একটি বৈঠক হয়েছে। সেখানে আলিপুরদুয়ার (Alipurduar) জেলা হাসপাতালের সুপার ডাঃ পরিতোষ মণ্ডল উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্তারা জেলা হাসপাতালগুলির পারফরমেন্স রিপোর্ট অনুসারে, ইএনটি বিভাগে রোগীর অপারেশন ও চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আলিপুরদুয়ার জেলা হাসপাতালকে রাজ্যসেরা বলে জানিয়ে দিয়েছেন। ইএনটি (ENT) বিভাগের চিকিৎসকদের টিম খুব ভালো কাজ করছে। আগামীতে যাতে পরিষেবার মান আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

কেন সেরা আলিপুরদুয়ার? মাস দুয়েক আগে বেলেঘাটার বাসিন্দা পর্ণা চৌধুরী কর্মকার আলিপুরদুয়ারে বোনের বাড়িতে বেড়াতে এসে অসুস্থবোধ করেন। এরপর তিনি জেলা হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ সৌম্যজিৎ দত্তকে দেখান। দ্রুত তাঁর জটিল অপারেশন করতে হবে বলে চিকিৎসক তাঁর পরিজনকে জানিয়ে দেন। পর্ণা জানান, আগেও চিকিৎসক দেখিয়েছিলাম তাঁরাও অপারেশনের পরামর্শ দিয়েছিলেন। শুনেছিলাম প্রাইভেটে ওই অপারেশনে লক্ষাধিক টাকা খরচ হবে। কিন্তু আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসক হাসপাতালে  নিখরচায় অপারেশন করে দেবেন বলে জানিয়ে দেন। উনি অভয় দেওয়ায় অপারেশন করাতে রাজি হই। এখন বেশ ভালো আছি।’ আলিপুরদুয়ার ছাড়াও এখানে কোচবিহার ও অসমের বিস্তীর্ণ এলাকার রোগীরা চিকিৎসা করাতে আসেন। হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের পরিষেবা দেন। চিকিৎসক সৌম্যজিৎ দত্ত বলেন, ‘দু’বছর ধরে হাসপাতালে প্রতি মাসে গড়ে ১০০ জন রোগীর মেজর অপারেশন হয়েছে। গত এক বছরে নাক, কান ও গলায় ক্যানসার আক্রান্ত ৩৫ জনের অপারেশন হয়েছে। এছাড়া আউটডোরে সপ্তাহে প্রায় ১০০০ রোগী নাক, কান ও গলার চিকিৎসা করাতে আসেন।’

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে অর্থোপেডিক ও ইএনটির অপারেশন থিয়েটার একটাই। অপারেশনের রোগীর চাপ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে অনেক বেশি থাকে। কারণ এখানে নিখরচায় রোগীরা পরিষেবা পেয়ে থাকেন। তাই চিকিৎসকদের দাবি, হাসপাতালে পৃথক অপারেশন থিয়েটার হলে কাজের ক্ষেত্রে সুবিধা হয়। পাশাপাশি অপারেশন থিয়েটারের জন্য কিছু আধুনিক যন্ত্রাংশ ও ইএনটির অপারেশন টেবিলের জন্য বিশেষ হেডলাইটের প্রয়োজন রয়েছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Rishi Sunak | ‘ধর্মই অনুপ্রেরণা জোগায়’, লন্ডনের মন্দিরে হিন্দুত্ব নিয়ে বললেন ঋষি সুনাক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্মই তাঁকে ‘অনুপ্রেরণা ও স্বস্তি জোগায়’। নির্বাচনের আগে লন্ডনের একটি মন্দিরে এসে এমনটাই জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi...

0
সানি সরকার শিলিগুড়ি : কোথাও গাছ উপড়ে পড়া, কোথাও আবার ধস এবং ভূৃমিধস। প্রবল বর্ষণে বিপর্যস্ত পাহাড় এবং সংলগ্ন এলাকা। প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা সাধারণ মানুষ।...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘দেশের হয়ে এটাই আমার শেষ টি ২০ ম্যাচ’, বিশ্বকাপ জিতেই টি ২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের অধিনায়ক রোহিত...

Mathabhanga | বিজেপির চাপের জের! মাথাভাঙ্গার নির্যাতিতা মহিলার বয়ান নিল পুলিশ

0
কোচবিহার: মাথাভাঙ্গার(Mathabhanga) রুইডাঙ্গা এলাকায় নির্যাতিতা মহিলার বয়ান নিল পুলিশ। রবিবার সকালে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত মহিলা থানায় নির্যাতিতা মহিলাকে নিয়ে আসা হয়। বিজেপির জেলার...

Jayanti | নিশ্চিহ্ন হওয়ার পথে শতাব্দীপ্রাচীন জয়ন্তী ব্রিজের পিলার

0
ভাস্কর শর্মা, জয়ন্তী: আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে বাঁচাও। আমি বাঁচতে চাই। আমি এখনও শেষ হয়ে যাইনি। তোমরা পাথর সরিয়ে আমাকে বের করো।...

Most Popular