Monday, July 8, 2024
HomeExclusiveAlipurduar | শহরের রাস্তায় ফিরছেন পুরোনোরাও, বাস টার্মিনাসের ফুটপাথ এখনও দখলেই

Alipurduar | শহরের রাস্তায় ফিরছেন পুরোনোরাও, বাস টার্মিনাসের ফুটপাথ এখনও দখলেই

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: সপ্তাহখানেক হল ফুটপাথ দখলমুক্ত করেছে আলিপুরদুয়ার পুরসভা (Alipurduar Municipality) ও প্রশাসন। অথচ এখনও মনোজিৎ নাগ বাস টার্মিনাসে ও সুভাষপল্লি বাজারে ঢোকার রাস্তার ফুটপাথ দিব্যি দখল করে চলছে খাবারের দোকানপাট। সেখানে ফুটপাতে (Footpath) রীতিমতো উনুন জ্বলিয়ে চলছে রান্নার কাজ। শহরের বাসিন্দাদের প্রশ্ন, কবে বাস টার্মিনাসে ঢোকার রাস্তা দখলমুক্ত হবে?

পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর অবশ্য বলেছেন, ‘যাঁরা বাস টার্মিনাসের মুখে রাস্তার জায়গা দখল করে কারবার চালাচ্ছেন তাঁদের সতর্ক করা হয়েছে। এরপর পুরসভা কড়া পদক্ষেপ করবে। ওই ধরনের কারবার শহরের কোথাও চলতে দেওয়া হবে না।’

ফুটপাথ দখলমুক্ত করা নিয়ে আরও একটি ঘটনা গত কয়েকদিন ধরে লক্ষ করা গিয়েছে। তা হলে, যেসব জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়েছিল প্রশাসন, তার মধ্যে কয়েকটি জায়গায় আবার ধীরে ধীরে বসতে শুরু করেছে দোকানপাট। তাহলে ফের হকারদের দখলে চলে যাবে শহর? কোনও নজরদারিই চালাবে না প্রশাসন? এই প্রশ্নই এখন শহরবাসীর মনে দানা বাঁধছে।

উচ্ছেদ হওয়া অধিকাংশ হকাররা যখন হকার জোনে জায়গা পেতে নাম নথিভুক্ত করাতে ব্যস্ত, সেই সুযোগে নিজেদের পুরোনো জায়গায় জনা দশেক হকার কিন্তু তাঁদের পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন। আবার তাঁদের মধ্যেও কেউ কেউ জায়গা পাওয়ার জন্য ইতিমধ্যে পুরসভায় নামও নথিভুক্ত করেছেন।

আলিপুরদুয়ার (Alipurduar) শহরের মনোজিৎ নাগ বাস টার্মিনাস ও সুভাষপল্লি বাজারের রাস্তার মুখে কয়েকটি খাবারের দোকান, ফলের দোকান রাস্তার উপর বসছে। দীর্ঘদিন ধরে স্থায়ী কয়েকজন দোকানদার তাঁদের দোকান চালাচ্ছেন রাস্তার একাংশ দখল করে। তার ফলে যাত্রী, যানবাহনচালক এমনকি বাজারে আসা ক্রেতাদেরও ঝঁুকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। সম্প্রতি উচ্ছেদ অভিযানের সময় দখল করে থাকা একাধিক মিষ্টির দোকানের মালিকদের প্রশাসন রাস্তা থেকে দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। ওই সময় সেই ব্যবসায়ীরা প্রশাসনের কর্তাদের বলেছিলেন যে, তাঁরা নিজেরাই ফুটপাথ দখলমুক্ত করে দেবেন। কিন্তু এখনও সেই কারবারিদের হুঁশ ফেরেনি। তারা রাস্তার একাংশ দখল করে কারবার চালানোয় ওই এলাকায় সকালের দিকে তীব্র যানজটও হচ্ছে। টার্মিনাস থেকে বাস বেরোনোর সময় আটকে যাচ্ছে।

শহরের কলেজ হল্ট এলাকায় রাস্তার উপরে বসানো চায়ের দোকান, ফলের দোকানপাট প্রায় সপ্তাহখানেক আগে সরিয়ে দেওয়া হয়েছিল। অনেক দোকানপাট নতুন করে না বসলেও স্টেট ব্যাংকের সামনের রাস্তায় দুটি ফলের দোকান গত কয়েকদিন হল নতুন করে রাস্তায় কারবার শুরু করেছে। প্রশাসন নীরব থাকছে। উলটোদিকে দুটি চায়ের দোকান আগে বেশি জায়গায় কারবার চালাত। উচ্ছেদের সময় সরে গিয়েছিল। এখন আবার অল্প একটু জায়গায় দোকান সাজিয়ে কারবার শুরু করেছে। একইভাবে পার্ক রোডের কাছে আগে প্রায় ৩০টি দোকান বসত। সরিয়ে দেওয়া হয়েছিল। এখন দু’-একটি ফুচকা, তেলেভাজার দোকান আবার বসছে। নিউটাউন এলাকায় কয়েকটি দোকান ফুটপাথ দখল করে বসতে শুরু করেছে। শহরের চৌপথি এলাকাতেও কয়েকটি ফলের দোকান বসতে শুরু করেছে।

নতুন করে বসা হকারদের নিয়ে এখনই পুরসভা ও প্রশাসন কড়া মনোভাব দেখাচ্ছে না। পুনর্দখল নিয়ে প্রশ্ন করা হলে পুরসভার চেয়ারম্যান কেবল বলেন, ‘রাস্তা ও ফুটপাথে হকারদের বসতে দেওয়া হবে না। তবে হকারদের জন্য চিহ্নিত জায়গা তাদের বসার ব্যবস্থা শীঘ্রই করা হবে।’

পুরসভার কাছে দু’দিনে ১০৯ জন হকার পুনর্বাসনের জন্য আবেদন করেছেন। শুক্রবার হকারদের নাম নথিভুক্ত করার শেষ দিন। এরপরই তাঁদের বসার জায়গা দেওয়া হবে। আগামী ১০ জুলাইয়ের মধ্যে হকারদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। ওই প্রক্রিয়া শেষ হলে ফের মূল রাস্তায় ফুটপাথ দখলদারদের বিরুদ্ধে কড়া মনোভাব দেখাতে পারে প্রশাসন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Ishaan Kishan | সবাই ভুল বুঝল, বিশ্রাম বিতর্কে মুখ খুললেন ঈষান কিশান  

0
মুম্বইঃ টি২০ বিশ্বকাপ দলে জায়গা হয়নি। সিনিয়ারদের বিশ্রাম দিয়ে দ্বিতীয়সারির জিম্বাবোয়েগামী দলেও তাঁর নাম বিবেচনা করেননি নির্বাচকরা। বাদ পড়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক...

Sandeshkhali | সন্দেশখালি মামলায় শীর্ষ আদালতে ধাক্কা রাজ্যের, কী জানাল সুপ্রিম কোর্ট?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি (Sandeshkhali) মামলায় ব্যাকফুটে রাজ্য।  সিবিআই (cbi) তদন্তের বিরুদ্ধে রাজ্যের আর্জিতে সায় দিল না সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের তরফে সন্দেশখালি...

Assam flood situation | অসম বন্যা পরিস্থিতি, মৃত বেড়ে ৭৮, পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত অসম (Assam flood situation)। রবিবার বিভিন্ন জেলা থেকে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই অবস্থায় এখনও...

Wimbledon | হামবার্টকে হারিয়ে উইম্বলডনের শেষ আটে আলকারাজ গার্ফিয়া

0
লন্ডন: উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ গার্ফিয়া। শেষ ষোলোর লড়াইয়ে স্প্যানিশ তারকা হারালেন ফ্রান্সের উগো হামবার্টকে। ম্যাচের ফলাফল ৬-৩, ৬-৪, ১-৬,...

Mumbai | অবিরাম বৃষ্টিতে ভাসছে মুম্বই, জলমগ্ন রাস্তাঘাট, ব্যাহত ট্রেন পরিষেবা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিগত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিতে (Heavy rain) কার্যত ভাসছে মুম্বই (Mumbai)। রাস্তায় জল জমে যাওয়ায় আটকে যায় গাড়ি। ফলে তীব্র...

Most Popular