দামিনী সাহা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের (Alipurduar) বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের বাইরিগুড়ি-ঘাগড়া এলাকার বাসিন্দা অসীম সরকার। মাত্র ২৪ বছর বয়সে তাঁর জীবন ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। বছর তিনেক আগে একটি দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর দুটি পা মারাত্মকভাবে ঝলসে যায়। সেই থেকে শুরু তাঁর অসহনীয় যন্ত্রণার পথ চলা। অসীমের বাবা বহু বছর আগে মারা গিয়েছেন। মা বীণা দাস সরকার বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। মায়ের কাছে নিজের সন্তানের জীবনটাই এখন একমাত্র ধ্যানজ্ঞান। কিন্তু ছেলের চিকিৎসার ব্যয়ভার দিন-দিন বেড়েই চলেছে। যা তাঁর মতো একজন সহায়সম্বলহীন মায়ের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। মা বীণার কথায়, ‘আমার ছেলে যদি নতুন করে হাঁটতে পারে তাহলে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।’
অসীমের চিকিৎসার জন্য রবিবার আলিপুরদুয়ার বাটা মোড়ে ‘নতুন দিশা’ স্বেচ্ছাসেবী সংস্থার তরফে একটি সহায়তা শিবিরের আয়োজন করা হয়। স্থানীয়রা এবং বিভিন্ন সংগঠন শিবিরে এগিয়ে আসেন। শিবিরে অসীমের মা করুণ আবেদন জানান তাঁর ছেলের জীবন বাঁচানোর জন্য। তাঁর কাতর আবেদনে সাড়া দিয়ে অনেকে সাহায্যও করেছেন। তবে, এখনও প্রয়োজনীয় অর্থের অনেকটাই অভাব রয়েছে। প্রয়োজনীয় টাকা জোগাড় হলে পাটনায় অসীমের পায়ের অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে। এই কঠিন সময়েও অসীম ও তাঁর মা হাল ছাড়েননি। তাঁরা বিশ্বাস করেন, সমাজের সহৃদয় মানুষের সহযোগিতায় দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন।
সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে এসে সহায়তা করলে অসীমকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যাবে, এমনটাই প্রত্যাশা বীণার। কেউ সাহায্য করতে চাইলে যোগাযোগের একটি নম্বরও দেওয়া হয়েছে। সেটি হল- 8670531491।