মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Alipurduar | জলাশয় বাঁচাতে ঘোষণাই সার, ঝিলের ওপর পুরসভার গ্যারাজ

শেষ আপডেট:

অসীম দত্ত, আলিপুরদুয়ার : শহরের ঝিলগুলি সংস্কার করা ও দখলমুক্ত করতে অভিযানের বুলি আউড়াচ্ছে আলিপুরদুয়ার পুরসভা। দু’দিন আগেই পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর রীতিমতো সাংবাদিক সম্মেলন করে সেই কথা ঘোষণাও করেছেন। এদিকে, পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে ঝিল দখল করে দিব্যি গ্যারাজ বানানো হয়েছে। তাতে রাখা হচ্ছে পুরসভারই গাড়ি।

এক-দু’দিন নয়, আলিপুরদুয়ার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ভাঙাপুল সংলগ্ন এলাকায় সেই ২০০৮ সাল থেকেই ঝিল দখল করে গ্যারাজ তৈরি করে রেখেছে আলিপুরদুয়ার পুরসভা। পুরসভার তৎকালীন চেয়ারম্যান প্রয়াত আশিস দত্তের সময়ে ওই ঝিলের একাংশ ভরাট করে গাড়ি রাখার জন্য ওই জায়গাটি তৈরি করা হয়েছিল। আজও বহালতবিয়তে ওই গ্যারাজটি সচল রেখেছে পুরসভা কর্তৃপক্ষ।

যদিও বর্তমান আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ওই ঝিল দখলের দায় নিতে অস্বীকার করেছেন। প্রসেনজিৎ বলেন, ‘আমরা নতুন পুর বোর্ড। এই বিষয়ে কিছুই জানি না। আমরা পুরসভার ক্ষমতায় এসে ওই গ্যারাজটি এভাবেই দেখছি। কবে ওই গ্যারাজ তৈরি হয়েছে তাও বলতে পারব না। আগে ওখানে যেভাবে গাড়ি রাখা হত এখনও সেভাবেই গাড়ি রাখা হচ্ছে।’

একইরকমভাবে দায় নিতে অস্বীকার করেছেন পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আনন্দকুমার জয়সওয়ালও। চেয়ারম্যানের সুরেই তিনিও বলেন, ‘২০০৮ সালে আমি কাউন্সিলার ছিলাম না। তাই কাদের মদতে এই কাজ হয়েছে সেব্যাপারে আমার কোনও ধারণা নেই।’

২০০৮ সালে ওই ঝিল দখলের পরেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে তৎকালীন মহকুমা শাসক অ্যালিয়াজ ভাসের কাছে পুরসভার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে মহকুমা শাসক পুরসভাকে চিঠি পাঠিয়ে ঝিল দখলের কৈফিয়ত তলব করেন। অভিযোগ, মহকুমা শাসকের নোটিশ হাতে পেয়েও তার কোনও উত্তর দেয়নি তৎকালীন পুরবো র্ড। এর কয়েকদিন পর বদলি হয়ে যান মহকুমা শাসক। আর ঝিল দখলের বিষয়টিও ধামাচাপা পড়ে যায়।

এখন যদি কেউ সেখানে যায়, জানা না থাকলে বুঝতেও পারবে না যে এলাকায় একসময় কোনও জলাশয় ছিল। বিশাল বড় এলাকা। পাঁচিল দেওয়া, বড় গেটও রয়েছে। গাড়ি রাখার জন্য সেখানে শেড দেওয়া রয়েছে। এমনকি একটা নীল-সাদা রং করা জলের ট্যাংকও নজরে পড়ল। সেখানে ছিল ময়লা ফেলার একাধিক ছোট ও বড় গাড়ি। রোড রোলারও দেখা গিয়েছে।

আলিপুরদুয়ার জলাশয় বাঁচাও কমিটির কনভেনার ল্যারি বসুর অভিযোগ, সেই সময় শহরের বেশ কয়েকটি সংগঠন মিলে পুরসভার বিরুদ্ধে মহকুমা শাসকের কাছে অভিযোগ করেছিলাম। কিন্তু পুরসভা কোনও পাত্তাই দেয়নি। এদিকে, পুরসভা ঝিল দখলমুক্ত করার কথা বলছে। অথচ নিজেরাই ঝিল দখল করে বসে রয়েছে। সাধারণ মানুষের কাছে কী বার্তা পৌঁছাবে? তাঁর দাবি, যারা ঝিল দখল করে বসে রয়েছে তাদের থেকে ঝিল দখলমুক্ত করার আগে পুরসভা নিজেরা ওই ঝিলের যে অংশ দখল করেছে তা দখলমুক্ত করে একটা উদাহারণ স্থাপন করুক।

পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ঝিল সংস্কারের জন্য রাজ্য সরকারের তরফে পুরসভাকে ৬৩ লক্ষ দেওয়া হয়েছে৷ সেই সুবাদেই শহরের ঝিল দখলমুক্ত করার প্রসঙ্গ উঠেছে। যদিও, খোদ পুরসভার বিরুদ্ধে ঝিল দখলের অভিযোগ ওঠায় সেই দখলমুক্ত অভিযানের আগে বেকায়দায় পড়েছে পুর কর্তৃপক্ষ।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

DHR | আট দশক পর ডিএইচআর-এ ফিরছে টার্নটেবিল, মাঝপথে ঘুরবে কোচের অভিমুখ

সানি সরকার, শিলিগুড়ি : ঐতিহ্য ফিরছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে-তে।...

Harimadhav Mukhopadhyay | প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক হরিমাধব মুখোপাধ্যায়  

বালুরঘাটঃ প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক...

Belacoba | ১৬ বছরের প্রেমিকাকে বিয়ে করতে ‘তুলে আনল’ বছর ২০-র প্রেমিক! আটকে দিল প্রশাসন   

বেলাকোবা: প্রেমিকার বয়স ১৬ আর প্রেমিকের ২০। আর সেই...

Sukanta Majumdar | ‘আপাতত এটাই বঙ্গ বিজেপির দপ্তর’, সুকান্তর বাড়িতে ফুলের তোড়া হাতে শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সংসদে বাংলার বিজেপি সাংসদদের ভুমিকা...