প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: শিবচতুর্দশীতে বাস চালিয়ে লক্ষ্মীলাভ করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি) (NBSTC)। জয়ন্তীর (Jayanti) মহাকাল পর্যন্ত চাহিদা মতো বাড়তি বাস চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকা আয় হয়েছে বলে জানিয়েছেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
শিবচতুর্দশী উপলক্ষ্যে জয়ন্তীতে প্রচুর পুণ্যার্থী ভিড় জমান। জয়ন্তী হয়েই সকলে মহাকালের উদ্দেশে যাত্রা করেন। এবারেও বাসের চাহিদা প্রচুর থাকবে আন্দাজ করে এনবিএসটিসি বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নেয়। এনবিএসটিসি সূত্রে খবর, গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আলিপুরদুয়ার, দিনহাটা, কোচবিহার থেকে ৪০টি বাড়তি বাস জয়ন্তী পর্যন্ত চালানো হয়েছে। প্রায় ১৫০ ট্রিপে ১৫ হাজারের বেশি পুণ্যার্থীকে জয়ন্তী পর্যন্ত পৌঁছে দিয়েছে এনবিএসটিসি।
পার্থপ্রতিম বললেন, ‘কয়েকদিনের জন্য রিজার্ভ বাস পথে নামানো হয়েছিল। যাত্রীর সংখ্যায় ছিল অনেক বেশি। তবে এখন জয়ন্তীতে পুণ্যার্থীদের সংখ্যা তেমন নেই। তাই শনিবার থেকে অতিরিক্ত বাসের বদলে রুটিনমাফিক বাস চলবে।’
আলিপুরদুয়ার (Alipurduar) ছাড়াও বিভিন্ন জেলা থেকে ছোট ও বড় মহাকালে দর্শনার্থীরা সারা বছরই যাওয়া-আসা করেন। জয়ন্তী বাজার পর্যন্তই গাড়ি করে যাওয়া যায়। যাতায়াতের ক্ষেত্রে দু’চাকা, চারচাকার যান ছাড়াও এনবিএসটিসির বাস চলে। অবশ্য পুণ্যার্থীরা এনবিএসটিসির বাসের ওপরেই অধিক ভরসা করেন। শিবচতুর্দশীতে পুণ্যার্থীদের সংখ্যা বাড়বে ধরে নিয়েই প্রতি ১০ মিনিট অন্তর জয়ন্তীতে বাস চালানো হয়। এনবিএসটিসির বিভিন্ন রুটের বাসগুলিকে নিজের রুটে চালানোর পর জয়ন্তী মহাকালে পাঠানো হচ্ছিল। এতে গাড়ি গ্যারাজে রাখা যায়নি। এমনকি কর্মীদের ছুটিও ছিল না। তবে এখন পুণ্যার্থীদের সংখ্যা কমে যাওয়ায় বাস চলাচল স্বাভাবিক করা হচ্ছে।

