রাজু সাহা, শামুকতলা: আলিপুরদুয়ারের (Alipurduar) ভাটিবাড়ি হাইস্কুলের (Bhatibari High School) মুকুটে আরও এক পালক জুড়ল। সৌজন্যে ওই স্কুলের ছাত্র সৌরভ বর্মন। সে অনূর্ধ্ব ১৯ বাংলা দলের হয়ে জাতীয় স্তরে খেলতে যাচ্ছে। সৌরভের এমন সাফল্যে খুশি ভাটিবাড়ি হাইস্কুলের পড়ুয়া থেকে শিক্ষকরা। সৌরভের কথায়, ‘এখন আমি হুগলিতে থেকে কোচিং নিচ্ছি। এই কোচিংয়ে আমার অনেক উপকার হচ্ছে। কাবাডি নিয়ে অনেক দূর এগোতে চাই। আশা করছি এবার জাতীয় স্তরে দলের হয়ে আমি খুব ভালো খেলব।’
আগামী ৭-১২ ডিসেম্বর হরিয়ানার (Haryana) ভিওয়ানিতে জাতীয় স্কুল ক্রীড়া অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর বাংলা দল সেই রাজ্যের উদ্দেশে পাড়ি দেবে। ওই স্কুলের ক্রীড়া শিক্ষক অবিনাশচন্দ্র দাস বলেন, ‘সৌরভের সংসারে অভাব নিত্যসঙ্গী। আর্থিক অনটনকে দূরে সরিয়ে সে সফল হয়েছে। সৌরভকে নিয়ে আমরা গর্বিত। আমরা আশাবাদী, খেলার প্রতি ওর ভালোবাসাই জাতীয় স্তরেও সাফল্য এনে দেবে। সৌরভের কোচ চিটন দাসের অক্লান্ত পরিশ্রমে ও নিজেকে মেলে ধরতে পেরেছে।’
সৌরভ ভাটিবাড়ি হাইস্কুলে দ্বাদশ শ্রেণির পড়ুয়া। তার বাড়ি ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বোড়াগাড়ি গ্রামে। টিনের ছাউনি দেওয়া মুলিবাঁশর বেড়ার ঘরেই মা পম্পা বর্মনের সঙ্গে সে দিন কাটায়। তার বাবা দিলীপ বর্মন ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। সংসারের অভাব মেটাতে মা দিনমজুরি করেন। সৌরভের এমন সাফল্যে পম্পা বলেন, ‘ছেলের বেশিরভাগ চাহিদাই পূরণ করতে পারি না। এত কষ্টের মধ্যে থেকেও ও যে খেলাকে ভালোবেসে এগিয়ে যাচ্ছে তা আমার অনেক বড় পাওনা।’
এর আগেও ভাটিবাড়ি হাইস্কুলের ১৭ জন পড়ুয়া রাজ্য স্তরে কাবাডি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়। গতবছরেও অনূর্ধ্ব ১৯ বালক বিভাগে বাংলার দলে সুযোগ পায় সৌরভ। এবারে ফের জাতীয় বাংলা দলে সুযোগ পেয়ে সৌরভ আত্মবিশ্বাসী। সৌরভের স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ দত্ত চৌধুরী বলেন, ‘আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা কাবাডি খেলায় দারুণ সফল হচ্ছে। সৌরভকে নিয়ে আমরা অনেক আশাবাদী।’