উত্তরবঙ্গ

TMC | আলিপুরদুয়ারের খারাপ ফল হজম করতে পারছে না তৃণমূল, কলকাতায় গেল অন্তর্ঘাতের রিপোর্ট

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের(Alipurduar) খারাপ ফল হজম করতে পারছে না তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। এবার অন্তর্ঘাতের ফলেই এমন খারাপ ফল হয়েছে বলে একেবারে রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানালেন নেতারা। শনিবার কলকাতায় সেই অভিযোগ জানানো হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

লোকসভা ভোটে জেলার কোন নেতার কেমন ভূমিকা ছিল, সে বিষয়ে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব খোঁজখবর নেওয়া শুরু করেছে। জনপ্রতিনিধি তো বটেই, এমনকি দলীয় পদে থেকেও কেউ কেউ লোকসভা ভোটে সুকৌশলে দলবিরোধী প্রচার ও নানা কার্যকলাপে মদত জুগিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগ গিয়েছে কলকাতা অবধি।

যদিও শাসকদলের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক এবিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চাননি। হারের প্রসঙ্গে জানতে চাওয়ায় তিনি বলেন, ‘দল সবকিছুই খতিয়ে দেখছে। শনিবার বিকেলে কলকাতায় দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের বৈঠক হয়েছে। ওই বৈঠকে লোকসভা ভোটের ফলাফলের প্রসঙ্গটি উঠেছিল।’ ওই বৈঠকে লোকসভার প্রার্থী তথা দলের জেলা সভাপতি প্রকাশ ও দলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা উপস্থিত ছিলেন। সাংগঠনিক বিষয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার প্রসঙ্গটি এড়িয়ে গিয়েছেন দলের গঙ্গাপ্রসাদ।

দলেরই জেলা নেতাদের একাংশের দাবি, আলিপুরদুয়ার বিধানসভা, কুমারগ্রাম ও মাদারিহাট বিধানসভা এলাকায় জেলার প্রতিষ্ঠিত দুই নেতার অনুগামীরা সুকৌশলে অন্তর্ঘাত চালিয়েছেন। লোকসভায় রাজ্যে বিজেপির ফল ভালো হলে, তাঁরা নাকি দলত্যাগের ব্যাপারেও তলে তলে গেরুয়া শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। আলিপুরদুয়ারে শাসকদলের(TMC) গোষ্ঠী লড়াই নতুন নয়। তবে প্রকাশ জেলা সভাপতি হওয়ার পর সেসব ধামাচাপা দিয়ে গত পুরসভা ও পঞ্চায়েত ভোটে সাফল্য পেয়েছিলেন। লোকসভা ভোটে যদিও আর সেই সাফল্য পেলেন না।

এবারের ভোটে শহর, শহরতলি ও কৃষি বলয়ে দলের অন্তর্কলহ প্রকাশের জয়ের পথে কাঁটা হয়েছে। শহরে কেন পিছিয়ে পড়লেন প্রকাশ? জেলার প্রতিষ্ঠিত একঝাঁক নেতার বসবাস যে শহরে, সেখানে একটি ওয়ার্ডেও শাসকদল জয়ের মুখ দেখতে পায়নি। আলিপুরদুয়ার শহরতলির গ্রাম পঞ্চায়েতগুলিতেও একইরকম ফল হয়েছে। শাসকদলের জনাকয়েক নেতাকে এবার ভোটের আগে বেসুরো গাইতে শোনা গিয়েছে। তাঁরা প্রকাশকে জেলা সভাপতি হিসেবে মানতে পারেননি। লোকসভা ভোটে শাসকদল প্রকাশকে প্রার্থী করায় সেই নেতারা কৌশলে শাসকবিরোধী প্রচারকেই ধুঁয়ো দিয়েছেন।

কুমারগ্রামে শাসকদলের দুই প্রভাবশালী নেতা-নেত্রী লোকসভা ভোটে হাত গুটিয়ে বসেছিলেন। তাঁদের অনুগামীরাও দলীয় প্রার্থীর হয়ে প্রচারে উৎসাহ দেখাননি। মাদারিহাটে জেলার জনপ্রতিনিধি এক প্রভাবশালী নেতার অনুগামীরা দলীয় প্রার্থীর হয়ে কাজ করেননি। এসবই জেলা নেতৃত্বের ভাষায় ‘অন্তর্ঘাত’। কারা কারা এর পিছনে রয়েছেন, তাঁদের খুঁজে বের করে দল কোনও ব্যবস্থা নেয় কি না, সেদিকেই তাকিয়ে প্রকাশ-অনুগামীরা।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

গণপিটুনির ঘটনায় মৃতদের নিকটাত্মীয়কে চাকরি এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা মঙ্গলবারই ঘোষণা করেছিল রাজ্য সরকার।…

4 mins ago

রোগীর কথা শোনার ধৈর্য কম বাংলার ডাক্তারদের

  ভাস্কর বাগচী শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা সৌম্যপ্রতীক সরকার। বুধবার সকালে শারীরিক কিছু সমস্যার কারণে তিনি…

23 mins ago

দুর্নীতিতে আলোর খোঁজে নয়া প্রজন্ম

চিরদীপা বিশ্বাস  রাত প্রায় এগারোটা, হস্টেলের রুমে আলোচনায় নিমগ্ন তিনটি ছেলে। বয়স তাদের একুশ-বাইশের এপাশ-ওপাশ।…

34 mins ago

অদ্ভুত আঁধার এসেছে পৃথিবীতে আজ

  কৌশিক দত্ত গল্পটা মালবাজারের একটি স্কুলের। বছর দশেকের এক ছাত্রকে বাবা-মা নিয়ে এলেন এক…

47 mins ago

NEET-UG Paper Leak Case | নিট প্রশ্নফাঁসকাণ্ডে বড় সাফল্য, ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার মূল চক্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির প্রশ্নফাঁসকাণ্ডে (NEET-UG Paper Leak Case) বড় সাফল্য।…

1 hour ago

This website uses cookies.