উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick )। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুর রহমান জামিনে মুক্ত হলেও, খোদ প্রাক্তন মন্ত্রীর জামিন আজও অধরা। শনিবার ছিল জ্যোতিপ্রিয়র জামিন মামলার শুনানি। শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ইডি) বালুকে দুর্নীতির গঙ্গাসাগরের সঙ্গে তুলনা করে বলেন, ‘গঙ্গা যেমন সমস্ত কিছু সাগরে নিয়ে গিয়ে ফেলে, ঠিক তেমন ভাবেই র্যাশন দুর্নীতির সমস্ত লিঙ্ক গিয়ে জুড়েছে বালুর সঙ্গে।’
শারীরিক অসুস্থতার অজুহাতে একাধিকবার আদালতে জামিনের আবেদন করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু প্রতিবারই তাঁর জামিন নাকচ করে দেয় আদালত। এদিন ফের আদালতে বালুর জামিনের আবেদন উঠতেই তীব্র বিরোধিতা করেন ইডির আইনজীবী।
ইডির (ED) আইনজীবীর দাবি, ‘বালুই এই দুর্নীতির রিং মাস্টার। র্যাশন দুর্নীতির পরিচালনা করছেন তিনি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভুয়ো সংস্থায় দুর্নীতির টাকা গিয়েছে সব কিছু গিয়েই সেই জ্যোতিপ্রিয়র অ্যাকাউন্টে। সামনে না এসে পিছন থেকে দুর্নীতির সব টাকা নিজের পকেটে পুরেছেন জ্যোতিপ্রিয়।’