দিনহাটা: গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা বদল হতেই মহিলা সংঘের অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদে শামিল হলেন বিজেপি সমর্থিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বৃহস্পতিবার দিনহাটা-১ এর ভেটাগুড়ি-২ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে থাকা ওই স্বনির্ভর গোষ্ঠীর অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, এখানে দুর্নীতি হচ্ছে। তাই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে ওই মহিলা সংঘের তরফে জানানো হয়েছে, যেহেতু বিজেপি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় এসেছে তাই এধরনের ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপকচন্দ্র বর্মনের বক্তব্য, ওই সংঘের সঙ্গে তৃণমূলের নেতারা জড়িত আছেন। তাঁরা আন্দোলনকারী মহিলাদের পাশে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।