সামসী: রাস্তার কাজ না করেই তৃণমূল(Trinomool) পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ। চাঁচল-১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই বিষয়ে গ্রামের বাসিন্দারা লিখিতভাবে বিডিওর(BDO) কাছে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পেয়ে চাঁচল-১ ব্লকের বিডিও ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
বাসিন্দাদের অভিযোগ, রাস্তার কাজ হওয়ার কথা ছিল এক জায়গায়। কিন্তু সেখানে কোনও রাস্তার কাজ হয়নি। অথচ পুরোনো একটি রাস্তার কাজ দেখিয়ে লক্ষাধিক টাকা তুলে নেওয়া হয়েছে। কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান। এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রুকসানা খাতুন বলেন, ‘অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন। আমার বদনাম করার জন্য এসব মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। কাজের টেন্ডার হয়ে গেছে। খুব অল্প দিনের মধ্যেই ওই কাজ শুরু হয়ে যাবে।‘