নাগরাকাটা: জীবিতকে মৃত দেখিয়ে প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা আত্মসাতকারীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ক্যারন চা বাগানের শ্রমিকরা। তাঁরা এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন। বৃহস্পতিবার ক্যারনের শ্রমিকদের একাংশ তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সঞ্জয় কুজুরের সঙ্গে নাগরাকাটায় এসে দেখা করেন এবং একই দাবির কথা জানান। এদিকে ক্যারন চা বাগানের পক্ষ থেকে পিএফ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
জলপাইগুড়ির আঞ্চলিক পিএফ কার্যালয়ের সহ কমিশনার শৈলেন্দ্র কুমার ঝা জানান, ঘটনার খবর জানতেই দ্রুততার সঙ্গে পদক্ষেপ করে বাগানের দু’জনের পিএফ অ্যাকাউন্টে টাকা ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। আরও যে চারজনের সঙ্গে এমনটা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তা খতিয়ে দেখতে একজন পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি রিপোর্ট পেশ করবেন। প্রয়োজনে কঠোর পদক্ষেপ করা হবে। এদিকে গোড়া থেকেই এই পিএফ কান্ডে শ্রমিকদের পাশে থাকা সঞ্জয় কুজুর জানান, এসব কিছুতেই বরদাস্ত করা হবে না। বাগানের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। দোষীদের শাস্তি ও সেইসঙ্গে যে সমস্ত জীবিত শ্রমিকদের মৃত দেখিয়ে যাঁদের পিএফের টাকা লোপাট করা হয়েছে প্রত্যেকের কষ্টার্জিত আয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জোরদার আন্দোলন চলবে। প্রয়োজনে পিএফ অফিসে গিয়েও অবস্থান হবে।