বালুরঘাট: উত্তমাশা ক্লাবের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে যুবককে খুনের অভিযোগ উঠল বালুরঘাটে। বুধবার সকালে বালুরঘাট শহরের সাহেবকাছারি এলাকার আত্রেয়ী নদী থেকে রুদ্র বিশ্বাস (২৭) নামে এক যুবকের দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে তাঁকে খুনের অভিযোগ তোলা হয়েছে। এবিষয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অন্যদিকে, উত্তমাশা ক্লাবের তরফে জানানো হয়েছে, গোষ্ঠী কোন্দলের কোনও বিষয় নেই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোককুমার মিত্র, স্থানীয় কাউন্সিলার নীতা নন্দি সহ অন্যরা। পুলিশের তরফে ইতিমধ্যে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বালুরঘাট শহরের ৫ নম্বর ওয়ার্ডে রয়েছে উত্তমাশা ক্লাব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ক্লাবের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের। এবারের দুর্গাপুজোয় সেই বিবাদ আরও বেশি করে প্রকাশ্যে আসে। দুই গোষ্ঠী পুজোর কয়েকটা দিন দুই জায়গায় অনুষ্ঠানের আয়োজন করে। নবমীর রাতে ক্লাবের দুই গোষ্ঠী লোকেরা দুই জায়গায় নাচানাচি করছিলেন। অভিযোগ, সেই সময় রামশংকর সাহা নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে কাঁচের বোতল ছুড়ে মারেন রুদ্র। যা নিয়ে রাতে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে স্থানীয়রা বিষয়টি সামাল দেন। রামশংকর বাবুর স্ত্রী পারমিতা সাহা মঙ্গলবার রুদ্রর বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরই মধ্যে গতকাল বিকেলে বিরোধী গোষ্ঠীর লোকেরা রুদ্রর পরিবারকে হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এরপর বুধবার সকালে আত্রেয়ী নদী থেকে উদ্ধার হয় ওই যুবকের দেহ।
রুদ্রকে খুনের অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। রামশংকর সাহা সহ মোট পাঁচজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের বাবা রঞ্জিৎ বিশ্বাস। তাঁর বক্তব্য, ‘মঙ্গলবার থেকে রুদ্রর খবর পাওয়া যাচ্ছিল না। গতকালই নিখোঁজের অভিযোগ দায়ের করি বালুরঘাট থানায়। যারা হুমকি দিয়েছিল, তারা বলে গিয়েছিল দেহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আর এদিন নদী থেকে দেহ পাওয়া গেল। যারা হুমকি দিয়েছিল তারা উত্তমাশা ক্লাবেরই সদস্য।’
অন্যদিকে, রামশংকরের স্ত্রী পারমিতা সাহার বক্তব্য, ‘আমাদের বাড়িতে বোতল ছুড়ে মেরেছিল। স্বামীকে মারধরের হুমকিও দিচ্ছিল। আমি এনিয়ে অভিযোগ দায়ের করেছি থানায়। তবে এর সঙ্গে রুদ্রর দেহ উদ্ধারের কোনও সম্পর্ক নেই। তাকে খুন করা হয়ে থাকলে অভিযুক্তদের শাস্তির দাবি জানাচ্ছি।’ পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোককুমার মিত্র।