ডিজিটাল ডেস্ক: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামী সপ্তাহে পেশ করতে চলেছেন বাজেট ২০২২। বাজেট নিয়ে ইতিমধ্যে কৌতুহল বাড়ছে সর্বস্তরে। করোনা পরিস্থিতিতে এবারের বাজেট কিরকম হবে, তা নিয়ে চলছে জোরদার গুঞ্জন। পাশাপাশি এবারের বাজেট নিয়ে প্রত্যাশার পারদও বাড়ছে। অন্যদিকে সরকারি সূত্র থেকে জানা যাচ্ছে, কার্যত এবারের বাজেটে হয়তো কেন্দ্র পরিকাঠামো শিল্পে বরাদ্দ বাড়াতে পারে। তার কারণ করোনা কালে নিজের বাড়ির চাহিদা বেড়েছে। আর সেদিকে এবার নজর দিচ্ছে কেন্দ্র। তবে শুধু পরিকাঠামো শিল্প নয়, আরো বিভিন্ন ক্ষেত্রে সরকারি অনুদান মিলতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে পুরোটাই অনুমান। সবটা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে বাজেট পেশের দিকে।
আরও পড়ুন : গাড়িতে এবার পেট্রল-ডিজেল ভরতে বাধ্যতামূলক পিইউসি সার্টিফিকেট!