উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তেলুগু অভিনেতা আল্লু অর্জুনের (Allu Arjun) বাড়িতে হামলার অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revanth Reddy)। রবিবার এক দল মানুষ হায়দরাবাদের জুবিলি হিলসে অভিনেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ, বাইরে থেকে তাঁর বাড়িতে টম্যাটো ছোড়া হয়। বাড়ির ভিতরেও ঢোকার চেষ্টা করেন তাঁরা। অভিনেতার বাড়ির সামনে সাজিয়ে রাখা কিছু ফুলগাছের টব ভেঙে ফেলা হয়। এই ঘটনার পর সমালোচনায় সরব হন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। কড়া পদক্ষেপের নির্দেশ দেন রাজ্য পুলিশকে।
ঘটনার সূত্রপাত ৪ ডিসেম্বর। হায়দরাবাদের (Hyderabad) একটি প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’ (Pushpa 2)-এর প্রিমিয়ারে গিয়েছিলেন অভিনেতা আল্লু অর্জুন। অভিনেতা সেখানে পৌঁছোতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভেঙে পড়ে প্রেক্ষাগৃহের মূল গেট। সেইসময় পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। ওই মহিলার সন্তান এখনও কোমায়। অভিযোগ, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না। ভিড় সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে। ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ। অভিনেতাকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তারও করা হয়েছিল। আল্লু অর্জুন সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর করা হয়। অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে ছিলেন প্রেক্ষাগৃহের মালিকও। পরে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে আল্লু চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন পান। তবে জেলে এক রাত কাটাতে হয়েছিল অভিনেতাকে।
ঘটনার প্রতিবাদে গতকাল আল্লুর বাড়িতে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে নিজেদের পরিচয় দেন। অভিযোগ, তাঁরা অভিনেতার বাড়ির প্রধান ফটকের সামনে জড়ো হন এবং তাঁর বিরুদ্ধে স্লোগান দেন। মৃত মহিলার পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তাঁরা। ঘটনার সময় আল্লু বাড়িতে ছিলেন না। এই ঘটনার পর রাতেই মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। লেখেন, ‘আমি অভিনেতাদের বাড়িতে হামলার ঘটনার বিরোধিতা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য পুলিশের ডিজি এবং শহরের পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না।’ অভিনেতার বাড়িতে হামলার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির আট সদস্যকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যাতে দেখা গিয়েছে একাধিক ফুলের টব আছাড় মেরে ভাঙছেন বিক্ষোভকারীরা। (ভিডিও-র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)।
অভিনেতার বাড়িতে হামলার পর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া তাৎপর্যপূর্ণ। কারণ পদপিষ্টের ঘটনায় প্রথম থেকে আল্লুর বিরুদ্ধে কথা বলে এসেছেন রেবন্ত। বিধানসভায় তিনি জানান, পুলিশি অনুমতি ছাড়াই ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে চলে গিয়েছিলেন অল্লু। শুধু তাই নয়, পদপিষ্টের ঘটনার পর তিনি প্রেক্ষাগৃহও ছাড়তে চাইছিলেন না। পুলিশকেই বাধ্য হয়ে তাঁকে বের করে আনতে হয়। পরে ঘটনার দিন প্রেক্ষাগৃহ চত্বরের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। অভিযোগ প্রসঙ্গে শনিবার মুখ খুলেছিলেন আল্লু। বলেছিলেন, ‘বহু ভুল খবর চারদিকে ছড়াচ্ছে। কোনও বিভাগ বা রাজনীতিক- কাউকে দোষ দিতে চাই না। কিন্তু এটা অপমানজনক। মনে হচ্ছে যেন চরিত্রহনন করা হচ্ছে।’ মুখ্যমন্ত্রী রেবন্তকেও জবাব দিয়েছিলেন অভিনেতা।