উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় (Pushpa 2 premiere stampede case) সম্প্রতি জামিন পেয়েছেন অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun)। এবার পদপিষ্টের জেরে আহত হওয়া শিশু শ্রী তেজাকে দেখতে হায়দরাবাদের (Hyderabad) হাসপাতালে গেলেন তিনি।
মঙ্গলবার সকালে হাসপাতালে প্রবেশ করতে দেখা গিয়েছে আল্লুকে। অভিনেতার সঙ্গে তাঁর টিমও ছিল। আল্লু আসার আগেই হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়। গত ৫ জানুয়ারি শ্রী তেজাকে দেখতে যাওয়ার কথা ছিল আল্লুর। কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। এদিন আল্লুর সঙ্গে তেলেঙ্গানা স্টেট ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান দিল রাজুও উপস্থিত ছিলেন। ঘটনার একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আল্লু আগেই জানিয়েছিলেন, আহত শিশুর স্বাস্থ্যের দিকে নজর রাখছেন তিনি। পরিবারের সঙ্গে দেখা করতে চাইলেও আইনি জটিলতার কারণে আল্লুকে দেখা করতে নিষেধ করা হয়।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল শ্রী তেজার মায়ের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল বছর আটেকের শিশুটিও। সেই ঘটনার পরই এফআইআর দায়ের হয়েছিল আল্লুর বিরুদ্ধে। তারপরই গত ১৩ ডিসেম্বর আল্লুকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আল্লু সহ সাত জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। সেইদিনই অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আল্লুকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। পরে যদিও তেলেঙ্গানা হাইকোর্ট অভিনেতার জামিন মঞ্জুর করে।