Monday, June 5, 2023
Homeরাজ্য‘মুকুলের মতো অ্যালজাইমার্স হয়েছে’, এসএসকেএম বিতর্ক এড়িয়ে বললেন মদন

‘মুকুলের মতো অ্যালজাইমার্স হয়েছে’, এসএসকেএম বিতর্ক এড়িয়ে বললেন মদন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘আমার মুকুলের মতো অ্যালজাইমার্স হয়েছে। আমি হ্যালুসিনেশনে ভুগছি। কী বলেছি, কিছুই মনে নেই।‘ এসএসকেএম বিতর্ক প্রসঙ্গে এমনটাই দাবি করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। দুর্ঘটনায় আহত রোগীকে ভর্তি করানো নিয়ে এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন মদন। হাসপাতালে চত্বরে বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এসএসকেএম কর্তৃপক্ষ।

এই ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে পদত্যাগের হুঁশিয়ারিও দেন মদন মিত্র। এমনকি তৃণমূল দল ও মন্ত্রীর অসহযোগিতার কথাও তোলেন তিনি। তবে এরই মধ্যে সমস্তটা ভুলে গেলেন? এই প্রসঙ্গ এড়াতে মদন বলছেন, কিছুই মনে নেই তাঁর। পাশাপাশি অবসর নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘অবসরের প্রস্তুতি নিচ্ছি। যদি সচিন অবসর নিতে পারেন, তবে আমি কেন পারব না? অবসর জীবনে ছোটদের পড়াব।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments