দেবাশিস দত্ত, পারডুবি : বছর চার-পাঁচেক আগে মাথাভাঙ্গা-২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের ভেরভেরি মানাবাড়ি গ্রামে হিউমপাইপের কালভার্ট বসানো হয়। কিন্তু বছরখানেক পরে দোলং নদীর জলের তোড়ে সেটি ভেঙে পড়ে। ভাঙা কালভার্ট দিয়ে মোটরবাইক ও সাইকেল নিয়ে চলাচলে সমস্যা হলেও প্রশাসন তা আর সংস্কার করেনি। এতে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যদিও সেটি সংস্কারের আশ্বাস দিচ্ছে প্রশাসন।
গ্রামবাসীদের কথায়, হিউমপাইপের কালভার্টটি তৈরির পর এক বছরের মধ্যেই সেটি ভেঙে পড়ে। ওই রাস্তা দিয়ে বহু মানুষ চলাচল করেন। বর্ষায় দোলং নদীর জল বেড়ে জলের তোড়ে কালভার্ট ভেঙে পড়ার ফলে কালভার্ট দিয়ে যাতায়াত করা যায় না। বরং ঘুরপথে যাতায়াত করতে হয়।
স্থানীয়দের অভিযোগ, ভাঙা কালভার্ট দিয়ে যাতায়াতের সময় কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। নরেশ সরকার, শচীন মণ্ডল, মনতোষ সরকারদের বক্তব্য, কালভার্টটি ভেঙে গিয়ে যাতায়াতের সমস্যা হচ্ছে। চলাচলের জন্য বহু মানুষ এই রাস্তার ওপর নির্ভরশীল। কিন্তু কালভার্ট ভেঙে মোটরবাইক ও গাড়ি নিয়ে চলাচল করা যাচ্ছে না। এলাকার কেউ অসুস্থ হলে ভাঙা কালভার্ট দিয়ে অ্যাম্বুল্যান্সও গ্রামে ঢুকতে পারে না। তাই বাধ্য হয়ে হেঁটে যাতায়াত করতে হয় বাসিন্দাদের। অবিলম্বে কালভার্টটির সংস্কার প্রযোজন।
এ ব্যাপারে পারডুবি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক বর্মনের বক্তব্য, বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সুবিধার্থে উন্নয়নমূলক কাজ করা হয়েছে। ওই এলাকায় জলের তোড়ে কালভার্টটি ভেঙে পড়েছিল। বিষয়টি নজরে রয়েছে। কালভার্ট মেরামতের বিষয়ে দ্রুত পদক্ষেপ করা হবে। বিডিও উজ্জ্বল সর্দারের কথায়, বিষয়টি খোঁজ নিয়ে খতিয়ে দেখা হবে।