মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

President Election 2024 | আমেরিকার নির্বাচনে বাংলায় ব্যালট পেপার! মাতৃভাষায় ভোটাধিকার প্রয়োগ করবেন লক্ষাধিক বাঙালি

Date:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : হিন্দি নয়, একমাত্র ভারতীয় ভাষা হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালটে ঠাঁই পেয়েছে বাংলা। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক প্রদেশে বাংলায় ব্যালট পেপার ছাপা হয়েছে। এর পাশাপাশি ইংরেজি, চিনা, স্প্যানিশ ও কোরিয়ান ভাষাতেও ছাপানো হয়েছে ব্যালট পেপার।

আমেরিকার নিউইয়র্ক শহরে ১ লক্ষেরও বেশি বাঙালি বসবাস করেন। তাঁদের মধ্যে অধিকাংশ বাংলাদেশি বংশোদ্ভূত। মূলত ব্রুকলিন, কুইনস এবং ব্রঙ্কসে এত বাঙালি বসবাস করেন বলে সেই জায়গাটিকে ‘ছোট বাংলাদেশ’ বলে অনেকে ডাকেন। গোটা যুক্তরাষ্ট্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন লক্ষাধিক বাঙালি। নিউইয়র্কের এই বাঙালি ভোটারদের কথা মাথায় রেখে বাংলায় ব্যালট পেপার ছাপানো হয়েছে।

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আমেরিকায় নির্বাচন। গত রবিবার থেকে আমেরিকায় শুরু হয়েছে আগাম ভোটপর্ব। এই পর্বে প্রায় তিন কোটি ২৫ লক্ষ ভোটদাতা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। যাকে বলা হয়ে থাকে ‘আর্লি ভোটিং।’ নিউ ইয়র্কের ভোটারেরা আগাম ভোট দিতে গিয়ে দেখেন, ব্যালট পেপারে প্রার্থী এবং দলের নাম বাংলাতেও লেখা রয়েছে।

নিউইয়র্ক সিটির বোর্ড অফ ইলেকশনের কার্যনির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান বলেছেন, ‘আমাদের ইংরেজি ছাড়াও আরও চারটি ভাষায় ব্যালট ছাপতে হয়েছে। চাইনিজ, স্প্যানিশ, কোরিয়ান এবং এশীয় ভাষা হিসেবে বাংলা। ব্যালটে কী কী ভাষা থাকবে, সেই বিষয়ে একটি মামলা হয়েছিল। আলাপ-আলোচনার পর বাংলাকে রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।’ প্রসঙ্গত, ২০১৩ সালে নিউ ইয়র্কের কুইন্সে প্রথমবার বাংলায় ব্যালট ছাপানো হয়েছিল।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Malda | বিষাক্ত ধোঁয়ায় ঢাকল ওয়ার্ড, শ্বাসকষ্ট রোগী-চিকিৎসকদের! আগুন আতঙ্ক হরিশ্চন্দ্রপুর হাসপাতালে

হরিশ্চন্দ্রপুর: আগুন লাগাকে কেন্দ্র আতঙ্ক ছড়াল মালদা (Malda) জেলার...

Andhra Pradesh | ধর্ষণের জেরে গর্ভবতী কিশোরী, সন্তান প্রসবের পর মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে...

Tesla | ভারতে কর্মী নিচ্ছে টেসলা, মোদি-মাস্কের বৈঠকের পরই এদেশের বাজারে বিনিয়োগের ইঙ্গিত?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতে কর্মী নিয়োগ শুরু করল...

ICC Champions Trophy | দুবাই যেতে পারবেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা! শর্তসাপেক্ষে সুর নরম বোর্ডের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি(ICC Champions Trophy)...