উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিভিক ভলান্টিয়ারদের শৃঙ্খলার পাঠ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের তত্ত্বাবধানে যৌথভাবে দেওয়া হবে এই প্রশিক্ষণ। আইন–শৃঙ্খলা কিভাবে রক্ষা করতে হবে, আইনের কোন কোন ধারায় কী কী বলা বলা রয়েছে, নিজের কাজের প্রতি কিভাবে একাগ্র থাকতে হবে এই সব বিষয়ে সবিস্তারে পাঠ দেওয়া হবে সিভিক ভলান্টিয়ারদের। ৪৫ দিন ধরে চলবে এই প্রশিক্ষণ।
সিভিক ভলেন্টিয়ারদের কর্মপদ্ধতি নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে রাজ্যের সর্বত্র। সাধারণ মানুষের বহু অভিযোগ রয়েছে সিভিকদের বিরুদ্ধে। বিভিন্ন সময় তাঁদের ঔদ্ধত্য মাত্রা ছাড়িয়ে যায় বলে অভিযোগ ওঠে। এসবকিছুতে লাগাম টানতেই এই প্রশিক্ষণের সিদ্ধান্ত রাজ্যের। সম্প্রতি আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ও একজন সিভিক ভলান্টিয়ার ছিলেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই প্রশিক্ষণের ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি সহ কলকাতা পুলিশের কমিশনারকেও উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন।