উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দাবানল গ্রাস করেছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরকে (Los Angeles Wildfires)। পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রচুর ঘরবাড়ি, গাছপালা। প্রাণও হারিয়েছেন বেশ কয়েকজন। এই লস অ্যাঞ্জেলেসেই বাড়ি হলিউডের বহু নামি তারকার। দাবানলের হাত থেকে রক্ষা পায়নি প্যারিস হিল্টন থেকে শুরু ডুয়া লিপার বাড়িও। তবে শুধু হলিউড নয়, বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টাও (Preity Zinta) বর্তমানে লস অ্যাঞ্জেলেসেরই বাসিন্দা। দাবানলের জেরে আতঙ্কে রয়েছে প্রীতি ও তাঁর পরিবারও। তবে তিনি ও তাঁর পরিবার যে নিরাপদেই রয়েছেন তা জানিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন অভিনেত্রী।
এক্স হ্যান্ডেলে বর্তমান পরিস্থিতির কথা বর্ণনা করে প্রীতি লেখেন, ‘আমি কখনও ভাবিনি যে লস অ্যাঞ্জেলেসে এমন দিন দেখতে হবে। যেখানে আশেপাশের এলাকাগুলিতে আগুন ছড়িয়ে পড়েছে। বন্ধুবান্ধব এবং পরিবারগুলিকেও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছে আকাশ। এই বাতাস শান্ত না হলে আমাদের সন্তান ও বয়স্কদের কী হবে তা নিয়ে ভয় রয়েছে।’ এরপরই তিনি বলেন, ‘আমাদের চারপাশের এই ধ্বংসযজ্ঞে আমার হৃদয় ভেঙে পড়েছে। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমরা এখনও পর্যন্ত নিরাপদে রয়েছি।’ প্রসঙ্গত, মার্কিন নাগরিক জেন গুডএনাফকে বিয়ের পর থেকেই সেখানেই থাকেন প্রীতি। দুই যমজ সন্তান রয়েছে দম্পতির।