Thursday, April 25, 2024
HomeBreaking Newsমণিপুরের দাঙ্গায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা, দেওয়া হবে চাকরিও, ঘোষণা...

মণিপুরের দাঙ্গায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা, দেওয়া হবে চাকরিও, ঘোষণা অমিত শাহের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মণিপুরে জাতি দাঙ্গায় নিহতদের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ও পরিবারের ১ জনকে চাকরির প্রতিশ্রুতিও দিয়েছে সরকার। মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জানা গিয়েছে, জাতিগত হিংসায় উত্তাল মণিপুর। গত ৩মে থেকেই মণিপুরের পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় নেমেছে ভারতীয় সেনা ও অসম রাইফেলস। রাজ্যজুড়ে মোতায়েন রয়েছে এই দুই বাহিনীর কয়েক হাজার সেনা। সোমবার রাতেই চারদিনের সফরে অশান্ত মণিপুরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভল্লা এবং আইবির ডিরেক্টর তপনকুমার ডেকা। সূত্রের খবর, সেই রাতেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকেই ক্ষতিপূরণের অঙ্ক চূড়ান্ত করেন শাহ। তার পরেই ঘোষণা। রাজ্য ও কেন্দ্র মিলে এই সহায়তা করবে বলে খবর মিলেছে।

এদিকে জাতিগত দাঙ্গায় বিধ্বস্ত মণিপুরে জিনিসের দাম বর্তমানে আকাশছোঁয়া। অনেক বেশি দাম দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। এদিনের বৈঠকেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে অমিত শাহ ও মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় পেট্রল, রান্নার গ্যাস, চাল এবং অন্যান্য খাদ্যদ্রব্যের জোগান বৃদ্ধি করা হবে। যাতে অভাবজনিত মূল্যবৃদ্ধির পরিস্থিতি ঠেকানো যায়।

এ দিকে মণিপুরের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। পরিস্থিতি পুরোপুরি শান্ত হতে সময় লাগবে বলেই মনে করেন তিনি। সেনা সর্বাধিনায়ক বলেন, ‘‘আমরা দুর্দান্ত কাজ করেছি এবং তার ফলেই বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। কিন্তু মণিপুরের সমস্যা রাতারাতি উবে যাবে না। এটা ঠিক হতে কিছুটা সময় লাগবে।’’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

৩৭-এ পা দিলেন অরিজিৎ, কত সম্পত্তির মালিক ‘বার্থডে বয়’ জানেন?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের অন্যতম জনপ্রিয় গায়ক (Popular singer) অরিজিৎ সিং (Arijit Singh)। আজ তাঁর জন্মদিন। ১৯৮৭ সালের ২৫ এপ্রিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তাঁর...

গভীর রাতে দুষ্কৃতীদের দাপাদাপি বাড়ে বিবেকানন্দ রোডে, ক্ষোভ বাসিন্দাদের

0
শিলিগুড়ি: শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির অন্যতম বিবেকানন্দ রোড। সকাল থেকেই এ পথে যান চলাচলে বিরাম নেই। অথচ রাত গভীর হলেই এই রাস্তার ছবিটা বদলে যায়।...
Polling workers going to the booth, women happy to get job

Lok Sabha Election 2024 | বুথে রওনা ভোটকর্মীদের, দায়িত্ব পেয়ে খুশি মহিলারা

0
শিলিগুড়ি: রাত পোহালেই ভোট(Lok Sabha Election 2024)। বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভোটকর্মীরা। শিলিগুড়ি কলেজের ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার (ডিসিআরসি) থেকে...

Rabindra Jayanti | আগাম গরমের ছুটিতে অনিশ্চিত রবীন্দ্র জয়ন্তী উদযাপন

0
শিলিগুড়ি: আগাম গরমের ছুটিতে অনিশ্চয়তায় স্কুলের পঁচিশে বৈশাখের অনুষ্ঠান। এই বিশেষ দিনটিতে সব স্কুলেই নানারকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তাহলে কি ছুটির মধ্যে...

SSC Verdict | নিয়োগ প্রক্রিয়ায় কি নতুনরা অংশ নিতে পারবেন? জানাল SSC-র চেয়ারম্যান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্ট বালিত করেছে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল। যার ফলে চাকরিহারা হয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন।বৃহস্পতিবার চাকরিহারাদের নিয়ে মুখ...

Most Popular