উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মতুয়া গড়ে অমিত শা (Amit Shah)। মঙ্গলবার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) সমর্থনে বনগাঁতে জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা। তৃণমূল (TMC) শিবিরের ভোট ব্যাংক কারা তা নিয়ে মুখ খুললেন মোদির সেনাপতি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল শিবিরকে কটাক্ষ করে শা বলেন, ‘তৃণমূলের ভোটব্যাংক হল অনুপ্রবেশকারীরা। আমাদের ভোটব্যাংক তারা নয়। বিজেপির ভোটব্যাংক তো মতুয়া সমাজ। ভোটব্যাংকের রাজনীতির জন্য দিদি অনুপ্রবেশকারীদের বাংলায় নিয়ে আসছেন। আর তিনি মতুয়া (Matuya) সমাজকে নাগরিকত্ব দিতে চান না। তিনি বলছেন, বাংলায় এটা করতে দেবেন না। কিন্তু, এটা কেন্দ্রের বিষয়।’
এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘রাম মন্দিরের (Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে দিদি, রাহুল (Rahul Gandhi) বাবা সকলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁরা যাননি। ভোটব্যাংকের কথা মাথায় রেখেই যাননি। তাঁরা ভয় পেয়েছেন, তাদের ভোটব্যাংক বিমুখ হয়ে যাবে।’