Breaking News

‘অমিত শা নিশ্চয় বলে গিয়েছেন…’, রাজ্যজুড়ে সিবিআই হানা নিয়ে কটাক্ষ ফিরহাদের

কলকাতা: সিবিআইয়ের হানা নিয়ে ফের একবার ‘রাজনৈতিক প্রতিহিংসা’-র তত্ত্ব তুলে ধরলেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে সিবিআইয়ের তল্লাশি অভিযান শুরু হয়েছে।’

নারদ মামলায় এদিন হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন ফিরহাদ। সেখানেই এদিনের সিবিআই হানা নিয়ে এই মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, ‘অমিত শা নিশ্চয়ই বলে গিয়েছেন, তারপরই সিবিআই হানা।’ পাশাপাশি তিনি এও জানান, লোকসভা ভোট যত এগিয়ে আসবে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এই ধরনের অভিযানও ততই বাড়বে। পুরমন্ত্রীর কথায়, এসব করে কোনও লাভ হবে না। বিজেপি এভাবে তাঁদের সঙ্গে লড়তে পারবে না। এজেন্সি পুলিশ দিয়ে লড়াই হয় না। লড়াই হয় মানুষের সঙ্গে যোগাযোগ এবং সংগঠন দিয়ে। তিনি বলেন, ‘যত আমরা আক্রান্ত হব, তত আমরা মানুষের হৃদয়ে জায়গা করে নেব। বাংলায় কোথাও পায়ের তলার মাটি পাবে না বিজেপি।’

পুরমন্ত্রীর পাশাপাশি এদিন এই মামলায় আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র। একই সুরে মদনও বলেন, ‘গতকাল অমিত শা এলেন। আর আজ সিবিআই অভিযান। মানুষই এর বিচার করবে।’ শোভনের বক্তব্য, ‘আগে রেড হলে মানুষ ভাবত, পর্যালোচনা করত, এখন মানুষের একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে-মানুষও জানে এটা একটা রাজনৈতিক চক্রান্ত। রাজনৈতিক কারণেই এই অভিযান।’ পাশাপাশি নারদ মামলায় শুভেন্দু অধিকারীর নাম থাকা সত্ত্বেও তাঁকে কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকছেন না, নাম না করে এদিন ফের সেই প্রশ্ন তোলেন শোভন।

এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এদিন কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্ক্যানারে তৃণমূল বিধায়ক এবং দুই কাউন্সিলার। এদিন সকাল থেকে মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে চলছে তল্লাশি। এছাড়া, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত বিধায়ক জীবনকৃষ্ণ সাহার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বড়ঞা থানা এলাকায়ও হানা দেয় সিবিআই। কুলি গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক ঝন্টু শেখের বাড়িতে যান তদন্তকারীরা। সিবিআই হানা দেয় পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্তর পাটুলির বাড়িতে। বিধানগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবরাজ চক্রবর্তীর জ্যাংরার বাড়িতে হানা দেয় সিবিআই। নাগেরবাজারের শ্যামনগরের আবাসনেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে রয়েছে দেবরাজের স্ত্রী বিধায়ক অদিতি মুন্সির স্টুডিও। কলকাতার পাশাপাশি কোচবিহারে একটি বিএড কলেজে এবং ওই কলেজ মালিকের আত্মীয়ের বাড়িতেও চলছে সিবিআই তল্লাশি। কলকাতা, মুর্শিদাবাদ এবং কোচবিহারের মোট ৮ জায়গায় সিবিআই তল্লাশি নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Adhir Chowdhury | অধীরকে গোলাপ ছুড়লেন বিজেপি প্রার্থী! ‘সৌজন্যের রাজনীতি’র সাক্ষী থাকল বহরমপুর

বহরমপুর: সোমবার বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট। শনিবার ছিল প্রচারের শেষ দিন। প্রচারের শেষ দিনে সৌজন্যের…

17 mins ago

Arvind Kejriwal | মোদি অবসর নিলেই প্রধানমন্ত্রী হবেন অমিত শা! বিস্ফোরক মন্তব্য কেজরিওয়ালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপি সরকার গঠন করলেও আগামী বছর অবসর নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

18 mins ago

Water Crisis | পানীয় জলের সমস্যায় জেরবার মোথাবাড়ি, সংকটে বাসিন্দারা

মোথাবাড়ি: মালদার কালিয়াচক ২ ব্লকের মোথাবাড়ি(Mothabari) দামোদর টোলা সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে পানীয় জলের সমস্যায়(Water Crisis)…

31 mins ago

Acid attack | শপিং মলে মালয়েশিয়ার ফুটবল তারকার উপর অ্যাসিড হামলা, আতঙ্কে বাতিল একাধিক ম্যাচ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সুরক্ষিত নন ফুটবলাররাও। অ্যাসিড হামলার শিকার হলেন মালয়েশিয়ার এক ফুটবলার। এই…

35 mins ago

Money seized | লরির ধাক্কায় গাড়ি উল্টোতেই রাস্তায় ছড়িয়ে পড়ল গাদা গাদা নোটের বান্ডিল, শোরগোল অন্ধ্রপ্রদেশে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফের অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের গরিকাপাড়ুতে…

1 hour ago

Burial Cremation | রাত ৮ টার পর মৃতদেহ সৎকারে বাধা! সমাধান চেয়ে পথে নামল বিহারী সমিতি

শিলিগুড়ি: ঘটনা গত ২১ শে এপ্রিলের। শিলিগুড়ির রামঘাটে রাত ৮ টার পর মৃতদেহ সৎকার করতে…

1 hour ago

This website uses cookies.