উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় (Ayodhya) এর আগে সুবিস্তৃত জমি কিনেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ফের সেখানে নতুন জমি কিনলেন বিগ বি।
জানা গিয়েছে, রামমন্দির (Ram Mandir) থেকে দশ কিলোমিটার দূরে সাড়ে ৪ কোটিরও বেশি টাকা দিয়ে ৫৪,৪৫৪ বর্গফুটের এক বিশাল জমি কিনেছেন অমিতাভ বচ্চন। সূত্রের খবর, সেখানে তাঁর স্বর্গীয় পিতা তথা স্বনামধন্য কবি হরিবংশ রাই বচ্চনের নামে মেমোরিয়াল ট্রাস্ট তৈরির পরিকল্পনা রয়েছে বিগ বি’র। অমিতাভ যদিও এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি।
প্রসঙ্গত, এর আগেও রামমন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে জমি কিনেছেন বিগ বি। এমন খবর সামনে আসতে অনুরাগীদের প্রশ্ন, তবে কি অবসরের পরিকল্পনা করছেন তিনি? ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়ে পাকাপাকিভাবে রামনগরীতে বাস করতে চলেছেন? যদিও সেসব প্রশ্নের উত্তর সময়ই বলবে।