উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) প্রতিবাদে সরব হয়েছিলেন বলিউডের বহু তারকা। কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কোনও কথা বলতে দেখা যায়নি অভিনেতা অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। উলটে পহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই প্রতিদিন ফাঁকা পোস্ট করে গিয়েছেন তিনি। পহেলগাঁও হামলার প্রায় ২০ দিন অতিক্রান্ত হতে চলেছে। অবশেষে রবিবার নিজের নীরবতা ভাঙলেন বিগ-বি। জঙ্গিহানার সমালোচনা করে এবং অপারেশন সিঁদুর-এর (Operation Sindoor) প্রশংসা করে একটি আবেগঘন পোস্ট করেছেন তিনি।
এদিন এক্স হ্যান্ডেলের পোস্টে অমিতাভ লেখেন, “ছুটির কাটানোর সময়, সেই রাক্ষস একজন নিরীহ স্বামী-স্ত্রীকে টেনে বাইরে নিয়ে যায়। স্বামীকে নগ্ন করে ফেলে, তথাকথিত ধর্মীয় কর্তব্য পালনের পর, যখন সে তাঁকে গুলি করতে শুরু করে, তখন স্ত্রী হাঁটু গেড়ে কাঁদতে কাঁদতে অনুরোধ করল, ‘আমার স্বামীকে হত্যা করো না।’ কিন্তু সেই কাপুরুষ রাক্ষস নির্মমভাবে তাঁর স্বামীকে গুলি করে তাঁকে বিধবা করে দিল। স্ত্রী যখন চিৎকার করে বলল, ‘আমাকেও মেরে ফেল!’ রাক্ষস বলল, ‘না! ‘….’ গিয়ে বল!”
এরপর অপারেশন সিঁদুরের জন্ম কীভাবে হল তা নিয়ে বিগ-বি লেখেন, “ওই মেয়েটির মনের অবস্থার সঙ্গে মিলিয়ে আমার পূজনীয় পিতার একটি কবিতার লাইন মনে পড়ছে: ধরা যাক সেই মেয়ে ‘…’-র কাছে গেল, আর বলল: ‘হ্যায় চিতা কী রাখ কর ম্যায়, মাঙ্গতি সিন্দুর দুনিয়া’…(বাবার পংক্তি) এবং ‘…’ দিয়ে দিলেন সিঁদুর!!! অপরেশন সিঁদুর!!!” পোস্টের শেষেও বাবা হরিবংশ রাই বচ্চনের একটি কবিতার অংশ উল্লেখ করেছেন অমিতাভ। যা ‘অগ্নিপথ’ ছবিতেও ব্যবহৃত হয়েছিল। তা হল, ‘তু না থামেগা কভি, তু না মুড়েগা কভি, তু না ঝুকেগা কভি/ কর শপথ, কর শপথ, কর শপথ! অগ্নিপথ! অগ্নিপথ! অগ্নিপথ!!!’
T 5375 –
छुट्टियाँ मानते हुए, उस राक्षस ने, निर्दोष पति पत्नी को बाहर खींच कर, पति को नग्न कर, उसके धर्म की पूर्ति करने के बाद , उसे जब गोली मारने लगा, तो पत्नी ने, घुटने पे गिर कर, रो रो अनुरोध करने के बाद भी, की उसके पति को न मारो ; उसके पति को उस बुज़दिल राक्षस ने, बेहद…— Amitabh Bachchan (@SrBachchan) May 10, 2025
প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পর থেকে এক্স হ্যান্ডলে শুধু কিছু সংখ্যা পোস্ট করছিলেন অমিতাভ বচ্চন। যা নিয়ে কৌতূহল জাগছিল অনুরাগীদের মধ্যেও। অনেকে মনে করছিলেন ফাঁকা পোষ্টের মাধ্যমেই কোনও ইঙ্গিত দিতে চাইছেন তিনি। তবে এদিন অবশেষে পহেলগাঁও হামলার সমালোচনা করতে দেখা গেল তাঁকে। তবে নিজের পোস্টে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেননি বিগ-বি, পরিবর্তে সেই জায়গাটি ফাঁকা রেখেছেন। যা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।