Sunday, May 28, 2023
Homeরাজ্যউত্তরবঙ্গবাবা পরিযায়ী শ্রমিক, উচ্চমাধ্যমিকে ৪৮৮ পেলেও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় আমজাদের পরিবার

বাবা পরিযায়ী শ্রমিক, উচ্চমাধ্যমিকে ৪৮৮ পেলেও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় আমজাদের পরিবার

ফেশ্যাবাড়ি: উচ্চমাধ্যমিকে রাজ্য প্রথম দশে জায়গা করে নিয়েছে আমজাদ হোসেন। মেধা তালিকায় সম্ভাব্য নবম স্থান দখল করেছে। আমজাদের উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। প্রেমেরডাঙ্গা দেওয়ান বর্মন উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র আমজাদ। কলা বিভাগে তার প্রাপ্ত নম্বর ৪৮৮। বাংলা-৯৬, ইংরেজি- ৯৬, ভূগোল- ৯৮, ইতিহাস- ৯৯, রাষ্ট্রবিজ্ঞান ৯৯, অর্থনীতিতে ৯৪ পেয়েছে।

মাথাভাঙ্গা-২ ব্লকের বরিষারডাঙ্গা-ধলোগুড়ির বাসিন্দা আমজাদ। এক দাদা মোস্তাক হোসেন সহ মোট চার জনের পরিবার। সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। মোস্তাক কলকাতায় সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। পড়ার খরচের টাকা মাসে মাসে বাড়ি থেকে পাঠাতে হয়। অসহায় অভাবী পরিবারে একমাত্র উপার্জনকারী বাবা আজিদ মিয়াঁ। তিনি ভীনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন।

আমজাদের কথায়, ‘রাজ্য মেধা তালিকায় প্রথম দশে জায়গা হবে তা ভাবতে পারেনি। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও মা বাবার সাহায্য পেয়েছি। ভূগোল অনার্স নিয়ে পড়ে ভবিষ্যতে অধ্যাপক হতে চাই।’ বাবা আজিদ মিয়াঁর কথায়, পরিবারিক অবস্থা শোচনীয়। দুই ছেলে পড়তে চায়। বড় ছেলের পেছনে অনেক টাকা খরচ হচ্ছে। দুই ছেলের পড়ার খরচ কিভাবে জোগাব তা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে।’

প্রেমেরডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মিঠুরঞ্জন সরকার বলেন, ‘আমজাদ বরাবরই ভালো ছাত্র। প্রতি বছর ক্লাসে প্রথম হত। ও ভালো ফল করবে তা নিয়ে আশাবাদী ছিলাম। রাজ্য মেধা তালিকায় জায়গা করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করল। এদিন বিকেলে প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা সংবর্ধনা দিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments