উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম এশিয়ার অশান্তির আঁচ নেদারল্যান্ডসে (Netherlands)! রাজধানী আমস্টারডামে (Amsterdam) ইজরায়েলি নাগরিকদের উপর হামলার অভিযোগ উঠল। উত্তেজনার এই আবহে ইহুদিদের সাহায্য করতে বাহিনী পাঠানোর প্রস্তুতি শুরু করেছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।
ইজরায়েলের (Israel) নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভিরের বক্তব্য, জন ক্রাফ স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলাকালীন উত্তেজনার সৃষ্টি হয়। ইজরায়েলি নাগরিক সহ ইহুদি জনগোষ্ঠীর উপর প্যালেস্টাইনপন্থীরা হামলা করে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, তাঁদের নাগরিকরা অকল্পনীয় নিষ্ঠুরতার শিকার হয়েছেন। তাঁর মন্ত্রকের তরফে ইজরায়েলি নাগরিকদের হোটেলের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, হিংসায় জড়িত থাকার অভিযোগে ৫৭ জনকে আটক করা হয়েছে। আমস্টারডামে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করতে বায়ুসেনার দু’টি বিমান ও প্রয়োজনীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু সরকার।