Monday, October 7, 2024
HomeBreaking NewsAnanta Maharaj | দিল্লি থেকে ফিরেই বারলার বাড়িতে অনন্ত, নয়া সমীকরণ?

Ananta Maharaj | দিল্লি থেকে ফিরেই বারলার বাড়িতে অনন্ত, নয়া সমীকরণ?

নাগরাকাটা: হঠাৎ জন বারলার বাড়িতে এলেন অনন্ত মহারাজ(Ananta Maharaj)। শনিবার বিকেলে দুই নেতার সাক্ষাৎকে ঘিরে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। যদিও জন বা অনন্ত কেউই এই সাক্ষাৎ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। দুজনেরই বক্তব্য, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ। উত্তরবঙ্গ কেন্দ্রিক কোনও আলোচনা জন বারলার সঙ্গে তাঁর হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে অনন্ত বলেন, ‘উনি (জন বারলা) কি সরকার নাকি! এটা স্রেফ সৌজন্যমূলক আলাপ। আগেও তাঁর সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে।‘

জন বারলা(John Barla) বলেন, ‘অনন্ত মহারাজের সঙ্গে জনমত আছে। সেকারণে কেন্দ্র সরকার তাঁকে জায়গা দিয়েছে। তিনি তাঁর সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমিও ডুয়ার্সের উন্নয়নে নিজের সাধ্যমতো কাজ করেছি। এমপি, এমলএ না থাকলেও মানুষের জন্য সেই কাজ চালিয়ে যাব।‘ অনন্ত-বারলার মধ্যে তবে কি নয়া কোনও সমীকরণ তৈরি হচ্ছে? খানিকটা হেঁয়ালি রেখেই বারলা বলেন, ‘উন্নয়নই আমাদের সবার একমাত্র লক্ষ্য। সময় এলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।‘

এদিন নয়াদিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে বাড়ি ফেরার পথে অনন্ত মহারাজ লক্ষ্মীপাড়ায় আসেন। বারলার বাড়িতে তাঁদের মধ্যে একান্তে প্রায় ঘণ্টাখানেক আলোচনা হয়। অনন্ত মহারাজ সংবাদমাধ্যমের সঙ্গে খুব বেশি কথা না বললেও জন বারলা বলেন, ‘উত্তরবঙ্গের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কাছেই আমরা দাবি জানিয়ে আসছি। ভবিষ্যতেও দাবি জানাব।‘

এবারের চা বোনাস নিয়ে বারলা বেশকিছু মন্তব্য করেন। ১৬ শতাংশে বোনাস ফয়সালা হওয়ার পেছনে কলকাতার বৈঠকে অংশগ্রহণকারী ট্রেড ইউনিয়ন নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ‘আমার স্ত্রীর অসুস্থতার কারণে সেইসময় দিল্লি ছিলাম। সেকারণে বোনাস বৈঠকে অংশ নিতে পারিনি। এজন্য আক্ষেপের অন্ত নেই। আমি থাকলে কিছুতেই ১৬ শতাংশে রফা হতে দিতাম না। ওই বৈঠকে উপস্থিত আমার লোকেরা চুক্তিতে স্বাক্ষর করে নি। যে নেতা বা সাংসদ-বিধায়করা সেখানে উপস্থিত ছিলেন তাঁরা চা শ্রমিকদের সঙ্গে ছেলেখেলা করে এসেছে। বোনাসের সময় এখন চা শ্রমিকরা কাঁদছেন। এজন্য ওই নেতারাই দায়ি।‘

এর আগে কেন্দ্রের মন্ত্রী থাকাকালীন উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার কথা বলে শোরগোল ফেলে দিয়েছিলেন জন বারলা। অনন্ত মহারাজ বর্তমানে বিজেপির টিকিটে রাজ্য সভার সাংসদ। তিনিও নানা সময়ে নানা ধরণের মন্তব্য করেছেন। ফলে হঠাৎ করে দুজনের এই একান্ত বৈঠক নানা জল্পনার জন্ম দিচ্ছে।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Marina Beach | জলকষ্টের সঙ্গে প্রবল গরম! চেন্নাইতে ‘এয়ার শো’ দেখতে এসে মৃত ৩,...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চেন্নাইয়ের মেরিনা বিচে(Marina Beach) এয়ার শো(air show) দেখতে গিয়ে মৃত্যু হল তিনজনের। ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোকের(heat stroke) ফলেই তাঁদের মৃত্যু...

Raju Bista | পাহাড়ের ১১টি জনজাতিকে উপজাতির স্বীকৃতি দেওয়ার কাজ অনেকটাই এগিয়েছে, দাবি রাজু...

0
শিলিগুড়ি: উৎসব শেষেই ভোটের ঢাকে কাঠি পড়বে পাহাড়ে। একসঙ্গে পাহাড়ের তিনটি পুরসভার নির্বাচন হওয়ার কথা। তার সলতে পাকাতে গিয়ে ফের দার্জিলিং পাহাড়ের ১১টি জনজাতিকে...

Choreographer Jani Master | যৌন নিগ্রহের অভিযোগ, জাতীয় পুরষ্কার পেয়েও হাতছাড়া কোরিওগ্রাফার জনি মাস্টারের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোরিওগ্রাফার জনি মাস্টারের জাতীয় পুরষ্কার ফিরিয়ে নিচ্ছে কেন্দ্র। যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্রের খবর, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার...

Canada | ওয়েটারের চাকরির মিলবে? কানাডার রেস্তোরাঁর বাইরে লাইন ভারতীয় পড়ুয়াদের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কানাডার( Canada ) এক রেস্তোরাঁর বাইরে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছেন প্রায় হাজার তিনেক মানুষ। এই দীর্ঘ লাইন নাকি ওই রেস্তোরাঁয়...

Times Square । প্রথম দুর্গাপুজো হচ্ছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে, চলে এসেছে প্রতিমাও

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কের(New York) টাইমস স্কোয়্যার শহরের প্রাণকেন্দ্র হিসাবেই পরিচিত। বহু মানুষের ভিড়ে সবসময় গমগম করে এই এলাকা। এবার সে টাইমস...

Most Popular