ফাঁসিদেওয়া, ১৪ ডিসেম্বরঃ আগে ছিল রাজ্য, এখন হয়েছে ব্লক। ফাঁসিদেওয়া ব্লক কমিটির সভায় এসে কোচবিহার নিয়ে আক্ষেপের সুর চড়ালেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন জিসিপিএ) এর অনন্ত রায় বর্মা ওরফে অনন্ত মহারাজ। মঙ্গলবার ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের ফৌদিজোতে রাজ্য সড়কের পাশে খোলা মাঠে সভা করেন অনন্ত। এদিন সেখান থেকেই অনন্ত রায় ধর্মনীতি, সমাজ, পারস্পরিক সমন্বয়, সংহতি ও দেশের সংবিধান নিয়ে বক্তব্য রাখেন। কোচবিহারের ইতিহাস জানতে কর্মীদের ইতিহাস ঘেঁটে দেখতে বলেন তিনি। কোচবিহার রাজ্য প্রসঙ্গে অনন্ত বলেন, আমাদের রাজ্যেরও অধঃপতন হয়েছে, আমাদের অধঃপতন হয়েছে। ইতিমধ্যেই, আমাদের হাতে ভিক্ষার থলি ঝুলছে। আগে যারা ভিক্ষা করত, এখন তাঁরা আমাদের চালাচ্ছে। তাই, সেই জন্য আমাদের সচেতন হতে হবে। অতীতের কামতাপুর রাজ্য, আজকের কোচবিহার। ভারতের সংবিধান অনুযায়ী কোথাও এমন ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন মহারাজ।
বিশ্বস্ত সূত্রের খবর, চলতি মাসের ১২ তারিখ কোচবিহার থেকে সন্ধ্যা ৭টা নাগাদ অনন্ত মহারাজ বাগডোগরা থানার অন্তর্গত তারবান্ধা এলাকায় জিসিপিএ এর দার্জিলিং জেলা কমিটির কোষাধ্যক্ষ গুণানন্দ সিংহের বাড়িতে ওঠেন। সেখানে নারায়ণী সেনা এবং সরকারি নিরাপত্তা রক্ষীকে নিয়ে রয়েছেন। ওই দিন সেখানে ভক্তদের সঙ্গে দেখা করেন। কিছু ভক্তদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন। এরপর সোমবার খড়িবাড়ি এবং নকশালবাড়িতে ব্লক কমিটির কর্মীদের নিয়ে সভা করেন। এদিন ফাঁসিদেওয়া ব্লক কমিটির সভায় এসে প্রথমে শিবচণ্ডীর পুজো দেন। এরপর দুপুর আড়াইটা নাগাদ সভা শুরু করেন। প্রায় সাড়ে ৩টা পর্যন্ত কর্মীদের উদ্দেশ্য নানা বিষয়ে আলোচনা করেন। এরপর ফের অনন্ত মহারাজ তারবান্ধায় ফিরে যান। এদিন ঘোষপুকুর মোড় থেকে আমবাড়ি ফৌদিজোত পর্যন্ত প্রায় দু’শো নারায়ণী সেনা মহারাজের নিরাপত্তার বিষয়ে নজর রেখেছিল। সভায় বিভিন্ন জায়গা থেকে গাড়ি নিয়ে প্রায় দেড় হাজার কর্মী উপস্থিত হয়েছিলেন।
অসমর্থিত সূত্রের খবর, আগামীকাল অনন্ত রায় বর্মা মঙ্গলবার রাতে তারবান্ধায় কাটাবেন। ফাঁসিদেওয়া ব্লকের ওই গ্রামে কয়েকশো নারায়ণী সেনা রয়েছে। এছাড়াও, কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনী হাজির রয়েছে। শিলিগুড়ি গ্রামীণ সহ বিভিন্ন জায়গা থেকে জেলায় মহারাজ আসার খবর পেয়ে গুণানন্দ সিংহের বাড়িতে ভিড় জমাচ্ছেন। এদিন সেখানে ঘরোয়া বৈঠক করা হচ্ছে বলেও খবর পাওয়া গিয়েছে। আগামীকাল বুধবার জাতীয় সড়ক ধরে অনন্ত মহারাজ উত্তর দিনাজপুর জেলায় সভা করতে যাবেন। ইসলামপুরের ৩ জায়গায় তাঁর সভা রয়েছে। আগামী ১৬ তারিখ পর্যন্ত জিসিপিএ সুপ্রিমো উত্তর দিনাজপুর জেলায় থাকবেন বলে জানা গিয়েছে। এরপর সড়ক পথে ফের কোচবিহারে নিজের বাড়িতে ফিরে যাবেন বলে খবর রয়েছে। চলতি বছর জুলাই মাসে গুণানন্দ সিংহের বাড়িতে ৩ দিন ২ রাত কাটিয়ে গিয়েছিলেন৷ চলতি বছরে এনিয়ে একাধিকবার তিনি এই জেলায় এসেছেন। সামনে, পুরভোট এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচন রয়েছে। এনিয়ে দলের মধ্যে কোনও আলোচনা হচ্ছে কিনা তা এখনও জানা যায়নি।
টোটোপাড়ায় জমিজট কাটাতে মাপজোখ শুরু
ভারত-ভুটান আন্তর্জাতিক সীমান্ত থেকে সমীক্ষার কাজ শুরু হয়।
Read more