উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারই কাশ্মীরের ভোটের ফলাফল (Election Result) প্রকাশিত হয়েছে। আর এর মধ্যেই উপত্যকায় দুই সেনা জওয়ানকে অপহরণের অভিযোগ উঠল। তাঁদের মধ্যে একজন পালাতে সক্ষম হলেও অন্যজন এখনও রয়েছেন জঙ্গিদের কবজায়। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
জানা গিয়েছে, অনন্তনাগের (Anantnag) জঙ্গল এলাকা থেকে জঙ্গিরা ওই দুই জওয়ানকে অপহরণ করে। কিন্তু একজন পালিয়ে যান। খবর পেয়ে অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও নিখোঁজ জওয়ানের খোঁজ চলছে।
৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরে (J&K) প্রথমবার বিধানসভা নির্বাচন সম্পন্ন হল। গতকাল ছিল ফলপ্রকাশ। গত মাসেই জানা যায়, ভোটমুখী কাশ্মীরে বড়সড়ো নাশকতার ছক কষছে জঙ্গিরা। নির্বাচন ভেস্তে দিতে তৎপর তারা। এরপরই যৌথ অভিযানে নামে সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। জঙ্গলের দিক থেকে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। চার জওয়ান গুলিবিদ্ধ হন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দু’জনের মৃত্যু হয়। সাম্প্রতিক অতীতে বারবার উত্তপ্ত হয়েছে উপত্যকা। এবার সামনে এল জওয়ানকে অপহরণের ঘটনা।