ডিজিটাল ডেস্ক : দীর্ঘ সময় পর আজকে ইডেনে হতে চলেছে আইপিএলের প্লে অফের খেলা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হচ্ছে গুজরাট ও রাজস্থান ম্যাচ। ইতিমধ্যেই এই খেলা নিয়ে কৌতুহলের পারদ তুঙ্গে। কিন্তু খেলা শুরুর আগেই বৃষ্টির ভ্রুকুটি। ইতিমধ্যেই ইডেনের পরিকাঠামোগত ব্যবস্থায় যাতে কোনরকম সমস্যা না থাকে, তা খতিয়ে দেখতে সোমবার দুপুরের পর থেকে অন্তত তিন দফায় ইডেন ঘুরে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃষ্টি সমস্যা নিয়ে সৌরভ গাঙ্গুলী এদিন বলেন, ইডেনের মাঠে রয়েছে পাঁচটি সুপার সপার। আধঘন্টা সময় পেলেই খেলা শুরু করে দেওয়া যাবে। একই কথা বলেছেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, গত শনিবার যেভাবে কালবৈশাখী এসেছিল সেই রকম কালবৈশাখী যদি আবার আসে, তাহলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই পারে। আপাতত পরিস্থিতি কি দাঁড়ায় সেটাই দেখার।
আরও পড়ুন : আইপিএলে ভালো খেলার পুরস্কার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে উমরান, কার্তিক