উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পড়েছিল এক কিশোরী। সন্তান প্রসবের পর মৃত্যু হল তার। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার ঘটনা। ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি পলাতক। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, চিত্তুরের ১৬ বছরের ওই কিশোরী দশম শ্রেণিতে পড়ত। কয়েকমাস আগে তাকে ধর্ষণ করেছিল পরিচিত এক ব্যক্তি। এর জেরে গর্ভবতী হয়ে পড়েছিল সে।
প্রথমে ওই কিশোরী ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। সে গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। নির্যাতিতা পরিবারের লোকেদের বিষয়টি খুলে বলে। পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।
গত রবিবার নির্যাতিতা সন্তানের জন্ম দেয়। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রক্তাল্পতা এবং শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিল সে। তিরুপতিতে একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল তাকে। সেখানে নির্যাতিতার মৃত্যু হয়। পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তর খোঁজ চলছে।